For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জারি পাক-নিষেধাজ্ঞা, ভারতের হাতছাড়া হল বড় মাপের টেনিস প্রতিযোগিতা! শেষ মুহূর্তে স্থান বদল

বালাকোটে বিমান হানার পর থেকে পাকিস্তানের আকাশ-পথ বন্ধ রাখার ফলে ভারত জুনিয়র ডেভিস কাপ এবং ফেড কাপ আয়োজনের অধিকার হারালো।

Google Oneindia Bengali News

পাক-আকাশ পথে নিষেধাজ্ঞা জারি থাকায় ভারতের হাতছাড়া হল দু-দুটি বড় মাপের টেনিস প্রতিযোগিতা। বালাকোটে ভারতের বিমানহানার পর থেকে পাক আকাশসীমায় ভারতগামী বা ভারতে আগত কোনও বিমান ঢুকতে দেওয়া হচ্ছে না। এই কারণে জুনিয়র ডেভিস কাপ ও জুনিয় ফেড কাপ প্রতিযোগিতা দুটি ভারত থেকে সরিয়ে ব্যাঙ্ককে করার সিদ্ধান্ত হয়েছে।

পাক-নিষেধাজ্ঞা, ভারতের হাতছাড়া বড় মাপের টেনিস প্রতিযোগিতা

এই প্রতিযোগিতায় পাকিস্তানের দলও অংশ নেবে। তাদের তো বটেই আকাশ বন্ধ থাকায় অনেক দেশের প্রতিযোগিদেরই ভারতে আসার বিষয়ে সমস্য়া তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বিমান গুলি ঘুরে আসারন্য অনেক যাতায়াতের খরচও অনেক বেড়ে যাচ্ছে। এই নিয়ে অনেক অংশগ্রহণকারী দেশই অসন্তোষ জানায়।

পিটিআইকে ভারতের জাতীয় টেনিস ফেডারেশনের এক সূত্র জানিয়েছে এরপরই আন্তর্জাতিক টেনিস ফেডারেশন, সর্বভারতীয় টেনিস ফেডারেশন ও এশিয়ান টেন ফেডারেশনের কর্তারা আলোচনা করে স্থান বদলের সিদ্ধান্ত নেন। ভারতকে পরবর্তী সময়ে কখনও আয়োজনের সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

English summary
The closure of Pakistan's air space in the aftermath of the Balakot airstrikes has resulted in India losing the hosting rights of the junior Davis Cup and Fed Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X