For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ ৯৯ উইকেট, এলিট লিস্টে অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে কোনও উইকেট না পেলেও বিশ্বের এলিট লিস্টে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স। ক্রিকেটের তিন ফর্ম্যাটে তাঁর শিকারের সংখ্যা এ বছরের সর্বোচ্চ।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে কোনও উইকেট না পেলেও বিশ্বের এলিট লিস্টে জায়গা পেলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স। ক্রিকেটের তিন ফর্ম্যাটে তাঁর শিকারের সংখ্যা এ বছরের সর্বোচ্চ। সর্বকালের সেরা তালিকাতেও জায়গা পেলেন কমিন্স।

 এক উইকেটের জন্য শতক হাতছাড়া

এক উইকেটের জন্য শতক হাতছাড়া

২০১৯ সালে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্সের উইকেট সংখ্যা ৯৯। আর এক উইকেটের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। চলতি বছর টেস্টে ৫৯টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে যথাক্রমে ৩১ ও ৯ উইকেট নেন কমিন্স।

 এই বছরের সেরা

এই বছরের সেরা

২০১৯ সালের সর্বাধিক উইকেট শিকারের তালিকায় পয়লা নম্বর স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। এই তালিকায় তাঁর ধারেকাছে নেই কেউ। চলতি বছর ওয়ান ডে-তে সর্বাধিক উইকেট নিয়েছেন ভারতের মহম্মদ শামি (৪২টি)।

তালিকার শীর্ষে মুরলীধরন

তালিকার শীর্ষে মুরলীধরন

২০০১ সালে ক্রিকেটের দুই ফর্ম্যাট (টেস্ট ও ওয়ান ডে) মিলিয়ে ১৩৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলীধরন। সেবারও তাঁর ধারাকাছে ছিলেন না অন্যান্য বোলাররা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ও মিচেল জনসন রয়েছেন সেই তালিকায়। ১১৯ টি উইকেট নিয়ে ১৯৯৯ সালের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন ম্যাকগ্রা। ২০০৯ সালে ১১৩টি উইকেট নিয়েছিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড শেন ওয়ার্ন ও পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনার সৈয়দ আজমলও একই নজির গড়েছেন।

তালিকায় কপিল দেব

তালিকায় কপিল দেব

১৯৭৯ সালে সর্বাধিক উইকেট শিকারি হয়েছিলেন ভারতীয় লেজেন্ড কপিল দেব। ১৯৮৯ সালে একই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার টেরি আলডারম্যান।

English summary
Cummins shares elit list with Kapil-McGrath-Johnson
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X