For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ রোহিত-শামি, বিরাট-মায়াঙ্কের বছর, দেখে নিন পরিসংখ্যান

২০১৯ রোহিত-শামি, বিরাট-মায়াঙ্কের বছর, দেখে নিন পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

শেষ হচ্ছে ২০১৯, আসছে নতুন বছর ২০২০। একনজরে দেখে নিন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কোন চার ক্রিকেটার এবার শাসন করে বেরালো।

রোহিত শর্মা

রোহিত শর্মা

চলতি বছরে বিধ্বংসী ফর্মে ব্যাটিং করেছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে তাঁর ঝুলিতে ওপেনার হিসেবে ১০টি সেঞ্চুরি রয়েছে।

ওডিআইয়ে রয়েছে ৭টি শতরান। এবছর ২৮টি ওডিআই খেলে ওডিআইয়ে ১৪৯০ রান করেছেন। ওডিআইয়ে ৭টি সেঞ্চুরির পাশাপাশি ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। ওডিআইতে হিটম্যানই এবছর সর্বোচ্চ রানের মালিক।

কিং বিরাটের দাপট

কিং বিরাটের দাপট

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে এবছর আবার সর্বোচ্চ রানের মালিক বিরাট কিং কোহলি। ২০১৯ সালে ব্যাটসম্যান কোহলি তিন ফর্ম্যাট মিলিয়ে ২৪৫৪ রান হাঁকিয়েছেন। ভারতীয় দলের ডেপুটি রোহিত শর্মার থেকে এবছর তিন ফর্ম্যাট মিলিয়ে ১২ রানে এগিয়ে রয়েছেন বিরাট।

মহম্মদ শামি

মহম্মদ শামি

এবছর বল হাতে ওডিআইয়ে ৪২টি উইকেট পেয়েছেন শামি। ২১টি ওডিআই খেলে এই উইকেট পেয়েছেন। বিশ্বকাপে এবছর ভারতের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন শামি।

মায়াঙ্ক আগারওয়াল

মায়াঙ্ক আগারওয়াল

২০১৯ সালটা ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালের পক্ষেও দারুণ গেল। ২০১৮ সালে টেস্ট অভিষেক। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই শতরান হাতছাড়া করেছিলেন। ২০১৯ সালে এবার ১১ ইনিংস খেলে ৭৫৪ রান করেছেন।যার মধ্যে দুটি দ্বিশতরান একটি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

English summary
From Virat kohli to Shami, Rohit to Mayank, Team India dominates 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X