For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর স্টিম নেই, তাই পাঁচ দশক খেলে থামল 'নায়েনায়ে এক্সপ্রেস'! চ্যাটফিল্ড থাকবেন ক্রিকেট ইতিহাসে

প্রায় পাঁচ দশক ধরে ক্রিকেট খেলার পর ৬৮ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রাক্তন জোরে বোলার ইয়েন চ্যাটফিল্ড, অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন।

  • |
Google Oneindia Bengali News

৭ বছর প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার পর ১৯৭৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে টানা ক্রিকেট খেলে গিয়েছেন নিউজিল্যান্ডের জোরে বোলার ইয়েন চ্যাটফিল্ড। ৬৮ বছর বয়সে এসে তাঁর মনে হয়েছে, তিনি আর 'লেভেল' ধরে রাখতে পারছেন না। তাই অবশেষে সোমবার (২৮ জানুয়ারি) অবসরের কথা ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন 'নায়েনায়ে এক্সপ্রেস' নামে।

স্টিম ফুরিয়ে গেল নায়েনায়ে এক্সপ্রেস-এর

১৯৭৫ সালে অকল্যান্ডে ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হ.য়েছিল তাঁর। তারপর থেকে মোট ৪৩টি টেস্ট খেলে ৩২.১৭ গড়ে তিনি ১২৩টি উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ১১৪টি একদিনের ম্যাচে ২৫.৮৩ গড়ে ১৪০টি উইকেট নিয়েছিলেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর থেকে জাতীয় দলে ডাক না পেলেও তিনি অবসর না নিয়ে 'নায়েনায়ে ওল্ড বয়েজ' ক্লাবের হয়ে খেলা চালিয়ে যান।

গত শনিবার (২৬ জানুয়ারি) তিনি ওল্ড বয়েজ-এর হয়ে শেষ ম্যাচটি খেলেন। অবসরের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ৬৮ বছর বয়স হলেও তাঁর নিজের খেলার একটি মানদণ্ড আছে। সম্প্রতি তাঁর মনে হয়েছে আর সেই মান ধরে রাখতে পারছেন না। স্টিম ফুরিয়েছে 'নায়েনায়ে এক্সপ্রেস'-এর। তাই আর খেলা চালিয়ে যেতে চান না।

English summary
Former New Zealand fast bowler Ewen Chatfield, who has played cricket for nearly five decades, announced his retirement from the sport at the age of 68. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X