For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষতিপুরণ দাও ১৬০ কোটির, নাহলে হাতছাড়া বিশ্বকাপ! বিসিসিআইকে হুমকি দিল আইসিসি

টি২০ বিশ্বকাপ ২০১৬ আয়োজনের সময় কর হিসেবে কাটা অর্থের ক্ষতিপূরণ বাবদ আইসিসি, বিসিসিআই-এর কাছে প্রায় ১৬০ কোটি টাকা দাবি করল।
 

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই-এর কাছে প্রায় ১৬১ কোটি টাকার বিশাল মাপের ক্ষতিপূরণ দাবি করলো আইসিসি। ভারতে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সরকার সেই প্রতিযোগিতা করমুক্ত না করায় এই বাড়তি অর্থ খরচ হয়েছিল আইসিসির।

ক্ষতিপুরণ দাও ১৬০ কোটির, নাহলে হাতছাড়া বিশ্বকাপ!

২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ সালে আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর পরিচালিত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, বিসিসিআই-কে জানিয়েছে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্য়েই ক্ষতিপূরণের ওই অর্থ দিতে হবে আইসিসিকে। নাহলে ভবিষ্য়তে ওই দুই আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হারাবে ভারত।

আইসিসির দাবি বিসিসিআই তাদের সঙ্গে বৈঠকে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের সময় কর মকুবের জন্য রাজি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারগুলি ওই কর ছাড় দেয়নি। তাই আইসিসির সরকারি সম্প্রচারক সংস্থা স্টার টিভি নেটওয়ার্কের, ওই টুর্নামেন্ট আয়োজন করতে ২৩ মিলিয়ন ডলার (প্রায় ১৬১ কোটি টাকা) বাড়তি খরচ হয়েছিল।

আইসিসিকে টাকা দেওয়ার সময় স্টার টিভি ওই বাড়তি অর্থ কেটে নিয়েছে। এখন আইসিসি ওই অর্থ আদায় করতে চাইছে বিসিসিআই-এর কাছ থেকে। ফলে বিসিসিআই-এর হাতে ওই বিপুল ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর ১০ দিনও নেই।

জানা গিয়েছে এর মধ্যে তা দিতে না পারলে আইসিসির ওই দুই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তো ভারত হারাবেই, তার সঙ্গে ওই টাকাটা বর্তমান আর্থিক বছরে ভারতের রেভিন্যু শেয়ার থেকে কেটে নেওয়া হবে।

এদিকে বিসিসিআই জানিয়ে দিয়েছে, যে বৈঠকে বিসিসিআই কর মকুবের শর্তে রাজি হয়েছিল, সেই বৈঠকের 'মিনিটস' তাদের দিতে হবে। নাহলে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। এখনও অবধি আইসিসি বিসিসিআইকে তা দেয়নি বলেই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। বোর্ড আরও বলেছে, এরপরও যদি তাদের রেভিন্যু শেয়ার কেটে নেওয়া হয়, তাহলে আইসিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

English summary
ICC asks BCCI to pay them around Rs 160 crore to compensate for the tax deductions suffered while hosting the 2016 World T20 in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X