For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধারাবাহিক সিরিজ জয়, ভারত পেল পুরস্কার! আইসিসির তালিকায় পতন কিউইদের - এগোলেন ধোনি-চাহালও

আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষে থাকলেন কোহলি এবং বুমরা।

Google Oneindia Bengali News

প্রথমে অস্ট্রেলিয়াকে ২-১ ফলে ও তারপরে নিউজিল্যান্ডকে ৪-১ ফলে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পুরস্কার পেল ভারত। দলগত র‌্যাঙ্কিং-এ ভারত উঠে এল দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের ঠিক আগে এই অগ্রগতি নিঃসন্দেহে মেন ইন ব্লুজকে বাড়তি উৎসাহ দেবে।

তবে ব্ল্য়াক ক্যাপস-রা ভারতের বিরুদ্ধে হতাশাজনক হারে অনেকটাই পিছিয়ে পড়েছে। ভারতের পরে তৃতীয় স্তানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আর নিউজিল্যান্ড নেমে গিয়েছে তার পরের স্থানে। ব্যাক্তিগত র‌্যাঙ্কিং-এ ভারতের ধোনি ও চাহাল ব্যাটসম্য়ান ও বোলারদের তালিকায় এগিয়েছেন।

এগোল টিম ইন্ডিয়া

এগোল টিম ইন্ডিয়া

একদিনের ক্রিকেটে এখনও এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৬। ভারত অবশ্য একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে। বিরাটরা আছেন ১২২ পয়েন্টে।

শীর্ষে বিরাট-বুমরা

শীর্ষে বিরাট-বুমরা

দুটি সিরিজের একটিতেও খেলেননি বুমরা। আর নিউজিল্যান্ডে শেষ দুই ম্য়াচে খেলেননি অধিনায়ক বিরাটও। তাতে তাঁদের ক্রমের কোনও পরিবর্তন ঘটেনি। ব্য়াটস্যান ও বোলারদের তালিকার শীর্ষস্থানেই রয়েছেন তাঁরা।

ভারতীয় ব্যাটসম্য়ানরা

ভারতীয় ব্যাটসম্য়ানরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত ব্যাট করে সিরিজের সেরা হয়েছিলেন ধোনি। ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে রয়েছেন। কেদার যাদবও ৮ ধাপ উঠে এসে ৩৫তম স্থান পেয়েছেন।

ভারতীয় বোলাররা

ভারতীয় বোলাররা

অস্ট্রেলিয়ায় ১টি ম্যাচ খেলেই ৬ উইকেট নিয়েছিলেন যুজেন্দ্র চাহাল। নিউজিল্যান্ডেও প্রতি ম্য়াচে উইকেট পেয়েছেন। তিনি ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছেন। ভুবনেশ্বর কুমারও ৬ ধাপ এগিয়েছেন। তিনি এখন রয়েছেন ১৭তম স্থানে।

এবং ট্রেন্ট বোল্ট

এবং ট্রেন্ট বোল্ট

নিউজিল্যান্ড দল র‌্যাঙ্কিং-এ পিছোলেও তাদের ১ নম্বর বোলার ট্রেন্ট বোল্ট অনেকটা এগিয়েছেন। ভারতের বিরুদ্ধে সিরিজে মোট ১২ টি উইকেট নিয়েছেন তিনি। ৭ ধাপ এগিয়ে তিনি আপাতত বোলারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন।

English summary
Team India have risen to the second spot in the ICC ODI rankings. Virat Kohli and Jasprit Bumrah remained at the top of the respective lists for batsmen and bowlers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X