For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ওডিআই র‌্যাঙ্কিং, হারালেন সুবর্ণ সুযোগ - বিরাট হাতছাড়া রোহিতের

সাম্প্রতিক আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান হওয়ার সুবর্ণ সুযোগ হারালেন রোহিত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজে সুবর্ণ সুযোগ হারালেন রোহিত শর্মা। আইসিসি-র ব্যাটসম্যানদের একদিনের ম্যাচের তালিকায় তিনি টপকে যেতে পারতেন বিরাট কোহলিকে। কিন্তু, বিরল ব্যর্থতায় শে, পর্যন্ত তা ঘটল না।

হারালেন সুবর্ণ সুযোগ - বিরাট হাতছাড়া রোহিতের

বর্তমানে তর্কাতীত ভাবে একদিনের ক্রিকেটের সেরা দুই ব্যাটসম্যান ভারতের অধিনায়ক ও সহঅধিনায়ক। আইসিসির ক্রমতালিকাতেও তা প্রতিফলিত। দীর্ঘদিন ধরে শীর্ষস্থানটা ধরে রেখেছেন বিরাট। খুব পিছিয়ে নেই তাঁর ডেপুটি রোহিতও।

ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে শতরান করেই বিরাট ওতদিন ধরে তাঁর শীর্ষস্থানটা ধরে রাখতে পেরেছেন। রোহিতও শেষ ১০ সিরিজ ধরে টানা প্রতি সিরিজে অন্তত ১টি করে শতরান করেছেন। তাঁর এই অসাধারণ দৌড় থেমেছে নিউজিল্যান্ডে এসে। আর এই সিরিজে শতরান না পাওয়াতেই খুব কাছে এসেও বিরাটকে টপকাতে পারলেন না তিনি।

সিরিজের প্রথম তিন ম্যাচের পর কোহলি ছিলেন ৮৯৬ রেটিং পয়েন্টে, আর রোহিত ৮৭৬-এ। অর্থাত দুজনের মধ্যে তফাত ছিল মাত্র ২০ পয়েন্টের। শেষ দুই ম্যাচ না খেলায় কোহলির ৯ পয়েন্ট কমেছে। এই দুই ম্যাচে একটি শতরান করতে পারলেই রোহিত কোহলিকে টপকে যেতেন। বদলে শেষ দুই ম্যাচে তিনি মাত্র ৭ রান পাওয়ায় সিরিজ শেষে তাঁর পয়েন্ট দাঁড়িয়েছে ৮৫৪।

English summary
Rohit Sharma has missed a golden opportunity to be the No. 1 batsman in the recent ICC ODI rankings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X