
জেমাইমা রড্রিগেজ
সিরিজ শুরুর আগে টি২০আই ব্যাটসওম্যানদের তালিকায় জেমাইমা ছিলেন ৬ নম্বরে। ধারাবাহিক পারফরম্যান্সের জোরে তিনি উঠে এসেছেন তালিকায় দ্বিতীয় স্থানে।

স্মৃতি মান্ধানা
গত সপ্তাহেই আইসিসির ওডিআই ব্যাটসওম্যানদের তালিকায় মান্ধানা শীর্ষস্থান দখল করেছিলেন। টি২০ সিরিজেও তিনি দুটি অর্ধশতরান করেছেন। ফলে জেমাইমার মতোই ৪ ধাপ এগিয়েছেন তিনি। আপাতত ১০ থেকে উঠে তালিকায় ৬ নম্বরে আছেন তিনি।

ভারতীয় স্পিনাররা
কিউইদের বিরুদ্ধে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে ১৮ ধাপ উঠে রাধা যাদব আছেন দশম স্থানে। আর দীপ্তি শর্মা ৫ ধাপ এগিয়ে আছেন ১৪তম স্থানে।

কিউইরা এখন ২ নম্বরে
ভারতকে ৩-০ ফলে পর্যুদস্ত করে দলগত তালিকায় ২ নম্বরে উঠে এল নিউজিল্যান্ড। ৩ নম্বরে নেমে গেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া রইল ১ নম্বরেই। আর ৪ ও ৫-এ রয়েছে যথাক্রমে ওয়েস্টইন্ডিজ ও ভারত।

এগোলেন সোফিয়া, ডট্টিন
নিউজিল্যান্ডের পক্ষে ৩ ম্যাচে ১৫৩ রান করা সোফিয়া ডিভাইন ১১তম স্থান থেকে উঠে এলেন অষ্টম স্থানে। আর অধিনায়িকা অ্যামি স্যাটারওয়েট ২৩তম স্থান থেকে এগিয়ে এখন আছেন ১৭তম স্থানে। হোলারদের মধ্যে তাহুহু ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন। অন্যদিকে পাকিস্তান সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের জোরে ওয়েস্টইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিন এক নম্বর অলরাউন্ডার হয়েছেন।