For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরফান পাঠান সহ ১০০ ক্রিকেটারকে কাশ্মীর ছাড়ার নির্দেশ

এই মুহূর্তে কাশ্মীরে স্পর্শকাতর অবস্থা। জম্মু কাশ্মীরে বড়সড় জঙ্গি নাশকতার আশঙ্কায় উপত্যকা জুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে কাশ্মীরে স্পর্শকাতর অবস্থা। জম্মু কাশ্মীরে বড়সড় জঙ্গি নাশকতার আশঙ্কায় উপত্যকা জুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যেকারণে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানকে অবিলম্বে কাশ্মীর ছাড়ার নির্দেশ নিল কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা।

ইরফান পাঠান সহ ১০০ ক্রিকেটারকে কাশ্মীর ছাড়ার নির্দেশ

সেই সঙ্গে কাশ্মীরের ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ভিন রাজ্যের সার্পোট স্টাফদেরও নিরাপত্তার কারণে জম্মু-কাশ্মীর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ভারতীয় প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান কাশ্মীর ক্রিকেট দলের মেন্টরের দায়িত্বে রয়েছেন। গত মরসুম থেকে কাশ্মীরের ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন পাঠান।

রবিবার বিশেষ নিরাপত্তা দিয়ে পাঠানকে শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয়। আজই জম্মু-কাশ্মীর ছাড়ছেন পাঠান। পাঠানের সঙ্গে কাশ্মীর ক্রিকেট দলের কোচ মিলাপ মেওয়াদা ও ট্রেনার সুদর্শন ভিপিও রবিবারই কাশ্মীর ছাড়তে চলেছেন। সামনেই ঘরোয়া ক্রিকেটের মরসুম শুরু হতে চলেছে, সেকারণে শেরই কাশ্মীর স্টেডিয়ামে ১০০ এর বেশি ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প করা হয়েছিল। জঙ্গি নাশকতার আশঙ্কায় ক্রিকেট ক্যাম্প বাতিল করে ক্রিকেটারদের নিজের রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠানের কাশ্মীর ছাড়া নিয়ে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও সৈয়দ আশিক হুসেন বুখারি বলেন, 'কাশ্মীরের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতির কথা মাথায় রেখেই ক্রিকেটার ও দলের মেন্টর, কোচ, সাপোর্ট স্টাফদের নিরাপত্তা আমাদের কাছে মূখ্য বিষয়। সেকারণেই ইরফান পাঠানকে আপাতত কাশ্মীর ছেড়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।'

English summary
India all-rounder Irfan Pathan and 100 other cricketers asked to leave Jammu & Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X