For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফর, ৩য় টি২০: সুপারহিট ভারতীয় স্পিন-জুটি! আশা জাগিয়েও বড় স্কোর করতে ব্যর্থ অজিরা

সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০আই ম্যাচের ইনিংস বিরতিতে প্রতিবেদন।

Google Oneindia Bengali News

রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে উইকেটে ঘাস না থাকলেও ভারত চাহালকে না খেলিয়ে ক্রুণাল পাণ্ডিয়ার উপরই আস্থা রেখেছিল। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে তার মর্যাদা দিলেন তিনি। অপর স্পিনার কুলদীপ ভয়ঙ্কর হতে যাওয়া অজি অধিনায়ককে ফেরানোর সঙ্গে ৪ ওভারে দিলেন মাত্র ১৯ রান!

অস্ট্রেলিয়া সফর, ৩য় টি২০: সুপারহিট ভারতীয় স্পিন-জুটি!

আর ভারতের এই স্পিন জুটির দুর্দান্ত বোলিং-এই ভাল শুরু করেও অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানের বেশি এগোতে পারল না। যা সিডনির এই উইকেটে অন্তত ২০-২৫ রান কম বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অথচ এদিন বড় রান তোলার মতো ভিত গড়ে দিয়েছিলেন অজি ওপেনাররা। অধইনায়ক অ্যারন ফিঞ্চ (২৩ বলে ২৮) ও ডার্সি শর্ট (২৯ বলে ৩৩)-এর দাপটে মাত্র ৮ ওভারে ৬৮ রানে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভুবনেশ্বর ও খলিল দুই পেসারের বিরুদ্ধেই হাত খুলতে শুরু করছিলেন তাঁরা। বিশেষ করে ফিঞ্চ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Kuldeep Yadav strikes. The Australian skipper departs for 28<a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://t.co/wdeUpfwLnL">pic.twitter.com/wdeUpfwLnL</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1066610027945959424?ref_src=twsrc%5Etfw">November 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই সময়েই ভারতের চায়নাম্যানকে আক্রমণে এনেছিলেন বিরাট। আর কুলদীপের স্পিনেই জালেই আটকে যান অজি অধিনায়ক। এরপর থেকেই নি.মিত ব্যবধানে উইকেট পড়া শুরু হয়। যখন ম্যাচে মাথা তোলার চেষ্টা করেছে অস্ট্রেলিয়া, তখনই একটি বা দুটি উইকেট তুলে নিয়ে তাদের ফের দমিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Krunal Pandya joins the party. No such luck for Short? He's reviewed after being given LBW. Went for the sweep and misses. Looks absolutely plumb. <a href="https://t.co/p1sIupkTsh">pic.twitter.com/p1sIupkTsh</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1066611739549212672?ref_src=twsrc%5Etfw">November 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন অবশ্য ভারতের তিন পেসার ভূবনেশ্বর, খলিল ও বুমরা তাঁদের মান অনুযায়ী খেলতে পারেননি। বলা যায় নিষ্প্রভ ছিলেন। তিন জনের কেউই উইকেট পাননি, উপরন্ত ওভার প্রতি ৮ রানে-এর বেশি করে দিয়েছেন।

তবে এই তিনজনের ঘাটতি পুষিয়ে দিয়েছেন দুই স্পিনার। একদিকে রান আটকে রেখে অজি ব্যাটসম্যানদের উপর চাপ বাড়িয়ে গিয়েছেন কুলদীপ। আরেক প্রান্তে একের পর এক উইকেট তুলে নিয়েছেন ক্রুণাল। ডার্সি শর্ট, গ্লেন ম্য়াক্সওয়েল (১৬ বলে ১৩), ম্যাকডারমট (১ বলে ০), অ্যালেক্স কেরি (১৯ বলে ২৭) - প্রত্যেকেই তাঁর শিকার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Innings Break!<br><br>Australia 164/6 in 20 overs.<br><br>What's your prediction for the game? 🤔🤔 <a href="https://twitter.com/hashtag/AUSvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#AUSvIND</a> <a href="https://t.co/vTBIdmfcWc">pic.twitter.com/vTBIdmfcWc</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1066624697998237697?ref_src=twsrc%5Etfw">November 25, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন ক্রিস লিন (১০ বলে ১৩) কে তিন নম্বর থেকে সরিয়ে নামানো হয় ৬ নম্বরে। তাঁকে রান আউট করেন বুমরা। তাঁর একটি অফকাটার বলে স্টইনিসের ব্যাটে লেগে অফ সাইডে সামান্য দূরে িয়েছিল। তিনি রান নেওয়ার জন্য দুই পা এগিয়ে যান। কিন্তু ক্ষিপ্র গতিতে সেই বল তুলে নেন বুমরা। কোন প্রান্তে ছুঁড়বেন তা নিয়ে সামান্য দোনোমোনো করে ছোঁড়েন বোলার প্রান্তে।

তবে এদিনও কিন্তু ভতের ফিল্ডিং সাধারণ মানেরই হয়েছে। ম্যাচের শুরু থেকে অধিনায়ক বিরাট কোহলি অবশঅয ভাল ফিল্ডিং করে উদাহরণ রেখে গিয়েছেন। কিন্তু এদিনও একটি হাই ক্যাচ মিস করেছএন সহ-অধিনায়ক রোহিত শর্মা। ক্রুণালের বলে মিসটাইমড শট মেরেছিলেন ফিঞ্চ। কুলদীপ তাঁকে না ফেরালে ওই ক্যাচ মিস কিন্তু বড় সমস্যা হয়ে দেখা দিতে পারত।

English summary
India vs Australia 3rd T20I match in Sydney, report at the innings break.&#13; &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X