For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে বিশ্বকাপ, পাকিস্তানের বিরুদ্ধে ইরফান পাঠানের সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বাবা

লকডাউনে বিশ্বকাপ, পাকিস্তানের বিরুদ্ধে ইরফান পাঠানের সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বাবা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনে আটকা পড়েছে গোটা দেশ। এক শহর থেকে অন্য শহর তথা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত তথা যোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। সেই দলে রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান। তিনি বাড়িতে বসেই বাবার সঙ্গে ভারত বনাম পাকিস্তানের ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ দেখলেন।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বব্যাপী সাড়ে ১৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩০০-রও বেশি মানুষের।

লকডাউনে বন্ধ ক্রিকেট

লকডাউনে বন্ধ ক্রিকেট

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেয় কেন্দ্র। এরপরও সমস্যা অব্যাহত থাকায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। যদিও কেন্দ্র এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি। করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আরও পিছিয়ে কিংবা বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃপ্রচার

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনঃপ্রচার

করোনা ভাইরাসের জেরে ক্রিকেট যখন স্তব্ধ, তখন ক্রিকেট প্রেমীদের মনোরঞ্জনের জন্য টিম ইন্ডিয়ার ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের যাত্রা পুনঃপ্রচার করার সিদ্ধান্ত নিল স্টার। এই টুর্নামেন্টেই প্রথমবার ভারতীয় দলের অধিনায়কত্ব হাতে পান মহেন্দ্র সিং ধোনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলেদের ছাড়াই দল পাঠানো হয় ওই বিশ্বকাপে। তা সত্ত্বেও ভারত যেভাবে টুর্নামেন্ট জিতেছিল, তা মনে রেখেছে বিশ্ব। রবিবার ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পর্যায়ের ঐতিহাসিক বোল-আউট ম্যাচ দেখানো হয় স্টার স্পোর্টস ওয়ান ও টু-তে।

কী হয়েছিল থেলার ফল

কী হয়েছিল থেলার ফল

ডারবানে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথম ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছিল ভারত। ৩৯ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রবিন উথাপ্পা। ৩১ বলে ৩৩ রান করেছিলেন অধিনায়ক এমএস ধোনি। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার মহম্মদ আসিফ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানই তুলেছিল পাকিস্তান। ৩৫ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন মিসবা-উল-হক। ভারতের হয়ে ২ উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার ইরফান পাঠান।

বোল-আউট

বোল-আউট

দুই দলের রান সমান হয়ে যাওয়ায় বোল-আউটের মাধ্যমে ওই ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়েছিল। দুই দলের বোলারদের ডেলিভারির মাধ্যমে ফাঁকা উইকেট ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছিল। ভারতের হয়ে বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং ও রবিন উথাপ্পা এ কাজে সফল হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের ফাস্ট বোলার ইয়াসির আরাফাত, উমর গুল ও স্পিনার শাহিদ আফ্রিদি উইকেটে আঘাত করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ জিতেছিল ভারত।

গর্বিত ইরফানের বাবা

লকডাউনে টানটান উত্তেজনা পূর্ণ ওই ম্যাচের পুনঃসম্প্রচার, বাড়িতে বাবার সঙ্গে বসে দেখেন ইরফান পাঠান। সেই মুহূর্তের এক ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার। যেখানে ইরফানকে পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান ইউনুস খানের উইকেট নিতে দেখা যাচ্ছে। তা দেখে উচ্ছ্বসিত হয়েছেন ইরফানের বাবা।

কবে, কখন, কোন ম্যাচ

কবে, কখন, কোন ম্যাচ

১) ১৩ এপ্রিল একই সময় এবং একই চ্যানেলে ভারত বনাম নিউজিল্যান্ডের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ফের সম্প্রচারিত হবে।

২) যুবরাজ সিং-র ছয় ছক্কার জন্য বিখ্যাত ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ আগামী ১৪ এপ্রিল, পুনঃপ্রচার হবে।

৩) ১৫ এপ্রিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টানটান টি-টোয়েন্টি ম্যাচ আরও একবার দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা।

৪) ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ও ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৭ এপ্রিল সম্প্রচার করবে স্টার।

English summary
Irfan Pathan watched India vs Pakistan 2007 T20 World Cup group match with his father
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X