For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরের নতুন পেস অস্ত্র নাগারকোটি, কোচের মুখেও প্রশংসার ঢল

এ মরশুমে কেকেআরের জার্সি পেয়েছেন আইপিএলে খেলার জন্য। তরুণ তুর্কি এই পেসার বিশ্বমঞ্চে যেভাবে খেলা দেখিয়েছেন তাতে নাইট সমর্থকরা তাঁকে ঘিরে আশায় বুক বাঁধতেই পারেন। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

সুরেন্দ্র রাঠোর জয়পুরের বাসিন্দা। পেশায় ক্রিকেট কোচ। আজ থেকে ১১ বছর আগে এক বছর আটেকর ছেলেকে দেখেছিলেন। সেই বয়সে ছেলেটি যে গতিতে বল করছিল তা দেখে মুগ্ধ হন সুরেন্দ্র।

কেকেআরের নতুন পেস অস্ত্র নাগারকোটি, কোচের মুখেও প্রশংসার ঢল

[আরও পড়ুন: দুরন্ত চাহাল -যাদবের জুটিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা,টুইটে শুভেচ্ছার ঢল][আরও পড়ুন: দুরন্ত চাহাল -যাদবের জুটিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা,টুইটে শুভেচ্ছার ঢল]

অভিজ্ঞ ক্রিকেট কোচ তাঁকে নিজের ক্যাম্পে নিয়ে আসেন। দেখেন তাঁর পর্যবেক্ষণ , খুদে এই ছেলেটি অনেক বেশি বড়রা যা গতিতে বল করে তার চেয়ে জোরে বল করে। তাঁর অ্যাকাডেমিতে শিখেই আজ নিউজিল্যান্ড কাঁপালেন কমলেশ নাগারকোটি। সুরেন্দ্র-র জহুরির চোখ যাঁকে চিনেছিল সেই ছেলে ৩ রা ফেব্রুয়ারি বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য।

এবারের বিশ্বকাপের সফরে ৯ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পেয়েছেন ২ টি উইকেট। কমলেশের কোচের মতে কার্যত স্পিডগান তাঁর ছাত্র। গড়ে ১৪৯ কিমি / ঘন্টায় বল করেন তিনি। তবে এতে চমকান না কেকেআরের উঠে আসা এই প্লেয়ারের কোচ। তাঁর মতে অনেক ছোট থেকে কমলেশ যে গতিতে বল করতে পারত তা অন্যরা করতে পারত না। কোচ আরও জানিয়েছেন খুব দ্রুত শিখে নেওয়ার ক্ষমতা রয়েছে আর সেই জায়গা থেকেই এত দ্রুত উন্নতি করতে পেরেছে কমলেশ।

তাঁর কোচ এও আশা করছেন যেভাবে শক্তিশালী তাতে ভবিষ্যতে ভারতীয় দলে খেলার ক্ষমতা তাঁর আছে। নাগরাকোটি বাবা লাচাম সিং অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। ছেলে যাভাবে বিশ্বমঞ্চে পারফর্ম করেছে তাতে তাঁর বুক গর্বে ফুলে গেছে। কোচ ও বাবা যেরকমভাবে কমলেশ নাগরাকোটির পারফরম্যান্সে মুগ্ধ ঠিক তেমনিই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কেও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

এ মরশুমে কেকেআরের জার্সি পেয়েছেন আইপিএলে খেলার জন্য। তরুণ তুর্কি এই পেসার বিশ্বমঞ্চে যেভাবে খেলা দেখিয়েছেন তাতে নাইট সমর্থকরা তাঁকে ঘিরে আশায় বুক বাঁধতেই পারেন।

[আরও পড়ুন:ইশানে মজে বঙ্গ ক্রিকেট ফ্যানরা, সম্বর্ধনার সিদ্ধান্ত সৌরভের ][আরও পড়ুন:ইশানে মজে বঙ্গ ক্রিকেট ফ্যানরা, সম্বর্ধনার সিদ্ধান্ত সৌরভের ]

English summary
Kamalesh Nagarkoti's coach and father is pround of the young pace talent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X