For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ক্রিকেটারকে নিয়ে 'মজা'! নতুন ভাষা শেখানোর চেষ্টা

মোস্তাফিজুর রহমানকে নিয়ে মেতেছে মুম্বই ইন্ডিয়ানস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা নিয়মিতই বাঁহাতি এই পেসারের খবর জানাচ্ছে। মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

মোস্তাফিজুর রহমানকে নিয়ে মেতেছে মুম্বই ইন্ডিয়ানস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা নিয়মিতই বাঁহাতি এই পেসারের খবর জানাচ্ছে। মোস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তাঁরা।

 এই ক্রিকেটারকে নিয়ে মজা! নতুন ভাষা শেখানোর চেষ্টা

'দ্য ফিজ এসে গেছে' শিরোনামে সেখানে ফ্র্যাঞ্চাইজিটি মজা করে লিখেছে, 'আপনাদের জন্য ভাল খবর আছে।' এখানে 'ভাল খবর' শব্দ দুটি রোমান হরফে (Bhalo Khobor) লেখা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ঢাকা থেকে মোস্তাফিজ মুম্বইয়ে পৌঁছেছেন, বিমানবন্দরে 'চেক ইন' করেছেন। মোস্তাফিজ ইংরেজিতে, 'ফার্স্ট ইয়ার, নিউ টিম' বলেই বাংলায় জানিয়ে দিয়েছেন তাঁর ভাল লাগার কথা, 'অনেক ভাল লাগছে। আশা করি, এই ভাল লাগাটা সামনে আরও এগিয়ে নেবে।' টিম হোটেলে চেক ইন করে ঘরের চাবি বুঝে নেওয়ার পর তাঁর মুখে হাসি, যেন বিদেশ বিভুঁইয়ে নয়, দেশেই আছেন মোস্তাফিজ!

২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলছিলেন মোস্তাফিজ। আস্থা অর্জন করেছিলেন টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। মোস্তাফিজকে নিয়ে ওয়ার্নার এতটাই মুগ্ধ হয়েছিলেন, শুধু বাঁহাতি পেসারে জন্য বাংলা শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন অস্ট্রেলীয় ওপেনার। মোস্তাফিজের জন্য মুম্বই ইন্ডিয়ানসেরও যে বাংলা ভাষার প্রতি আগ্রহ আছে, সেটি তাদের ভিডিও দেখে বোঝা যাচ্ছে। তবে বিকল্প একটা উপায়ও তারা খুঁজছে, 'চলুন, বাংলাদেশি তারকাকে একটু হিন্দি শেখাই, শেখাব কি?'

মোস্তাফিজ হিন্দি শিখবেন কি না, তিনিই ভাল বলতে পারবেন। তবে তাঁর সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগটা যেন আরও নিবিড় হয়, তার জন্য বাংলাদেশ থেকে মুম্বই ফ্র্যাঞ্চাইজি উড়িয়ে নিয়েছে নাফিস ইকবালকে। এখানে অবশ্য মুম্বই কোচ মাহেলা জয়াবর্ধনের উল্লেখযোগ্য ভূমিকা আছে। বিপিএলে জয়াবর্ধনে ছিলেন খুলনা টাইটানসের কোচ আর নাফিস ছিলেন দলের ম্যানেজার।
নাফিসের মুম্বইয়ে যোগ দেওয়া নিয়ে খুলনা টাইটানসের টেকনিক্যাল ডিরেক্টর হাবিবুল বাশার বলছেন, 'মাহেলা (জয়াবর্ধনে) নাফিসকে নিয়ে গেছে। বলতে পারেন মোস্তাফিজের ভাষাগত সহায়তা করতেই ওকে নেওয়া। সঙ্গে টিম ম্যানেজিং বিষয়টিও আরও ভাল করে শেখা হবে ওঁর।' মুম্বই ইন্ডিয়ানসের জার্সি পরে এরই মধ্যে নাফিস একটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকে, 'কাজ ও অভিজ্ঞতা মাত্রই শুরু।'

English summary
Mumbai Indians is trying to teach hindi for Bangladeshi player Mustafiz
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X