For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার লড়াই ২০ ওভারে - আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন ব্লুজ, ইতিহাসই ভরসা ব্ল্যাক-ক্যাপসদের

নিউজিল্যান্ড বনাম ভারত টি২০আই সিরিজের প্রথম ম্যাচের প্রিভিউ। এছাড়া দেখে নিন, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ। 

Google Oneindia Bengali News

একদিনের সিরিজে রীতিমতো কর্তৃত্ব নিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে শুরু হচ্ছে ৩ ম্যাচের টি২০আই সিরিজ। এখনও পর্যন্ত মোট ৮টি টি২০আই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। কিউইরা জিতেছে ৬ বার, ভারত ২ বার। নিউজিল্যান্ডের মাটিতে ভারত এখনও একটিও টি২০আই ম্যাচ জিততে পারেনি, দুটি ম্যাচের দুটিতেই ব্ল্যাক ক্যাপসরাই জিতেছে।

তবে এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। ওডিআই সিরিজে ৪-১ ফলে জয় লাভের পর এখন মেন ইন ব্লুজ-এর সদস্যরা আত্মবিশ্বাসে ফুটছেন। বিশেষ করে শেষ ম্যাচে বিরুদ্ধ পরিবেশে আগে ব্যাট করেও জেতার পর রোহিত শর্মার দল আর কোনও পরিস্থিতিকেই কঠিন বলে মনে করছে না। ফলে টি২০আই সিরিজে কিউইদের সামনে কাজটা খুবই শক্ত।

ভারতীয় ব্য়াটিং

ভারতীয় ব্য়াটিং

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণেও ভারতের ইনিংসের ভিত গড়ার দায়িত্ব রোহিত-শিখর জুটির। মিডল অর্ডারে প্রথমবার ভারতীয় জার্সিতে মাঠে একসঙ্গে দেখা যেতে পারে পাণ্ডিয়া ভাইদের। তাঁরা দুজনেই এবং কার্তিক বড় শট খেলতে পারেন। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে একসঙ্গে খেলানো হতে পারে ধোনি ও পন্থকে।

নিউজিল্যান্ড ব্যাটিং

নিউজিল্যান্ড ব্যাটিং

চোটের জন্য এই ফর্ম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান গাপ্টিলকে পাচ্ছে না কিউই-রা। কলিন মুনরোর সঙ্গে ওপেনে দেখা যেতে পরে কেইন উইলিয়ামসনকে। একদিনের সিরিজে মুনরো বিশেষ কিছু করতে না পারলেও এই ফর্ম্যাটে কিন্তু তিনি অত্যন্ত ভয়ঙ্কর ওপেনার। ওডিআই সিরিজের শেষ দিকে ফর্মে ফিরেছেন রস টেলর-ও। এই তিন জন যদি ব্যর্থ হন তারপরেও ইনিংস টানতে পারেন জেমস নিশাম ও স্কট কাগেলেইজ্ন।

ভারতের বোলিং

ভারতের বোলিং

ওডিআই সিরিজে ভারতের স্পিন জুটি কুল-চা, ব্ল্যাক ক্যাপসদের নেমেসিস হয়ে উঠেছিলেন। টি২০-তেও তাদের মারকুটে ব্যাটসম্য়ানদের সামলাতে এই রিস্ট স্পিনারদ্বয়ই ভারতের প্রধান ভরসা। তবে এঁরা আসার আগেই পাওয়ার প্লে-তে কিউইদের সামলাতে হবে, এই ফর্ম্যাটে ভারতের সবচেয়ে অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারের বৈচিত্র।

নিউজিল্যান্ডের বোলিং

নিউজিল্যান্ডের বোলিং

টি২০-তে নেই বোল্ট। কিউইদের বোলিং-এর মূল অস্ত্র টিম সাউদি ও ইশ সোধি। বর্তমান নিউজিল্যান্ড দলে এই দুই বোলারই টি২০আই-তে সবচেয়ে সফল বোলার। সাম্প্রতিক কালে ডাগ ব্রেসওয়েল ও লোকি ফার্গুসনও বল হাতে বেশ ভাল পারফর্ম করেছেন। মাঝের ওভারগুলিতে ভারতের রানের গতিু আটকানোর ভার থাকবে এঁদের উপর।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, রস টেলর, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), জেমস নিশাম, স্কট কাগেলেইজ্ন, কলিন ডি গ্র্যান্ডহোমি, , ডাগ ব্রেসওয়েল, ইশ সোধি, লোকি ফার্গুসন, ও টিম সাউদি।

কখন কোথায় দেখা যাবে?

কখন কোথায় দেখা যাবে?

নিউজিল্যান্ড বনাম ভারত, প্রথম টি২০আই
স্থান - ওয়েস্ট প্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
তারিখ - ৫ ফেব্রুয়ারি, বুধবার
সময় - দুপুর ১২.৩০ (ভারতীয়)
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার, জিওটিভি, এয়ারটেল টিভি

English summary
Preview of the 1st match of New Zealand Vs India T20I series. Also findout the predicted playing XI of the two sides.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X