For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্তের স্বাদ পাওয়া ব্ল্যাকক্যাপস, 'রিয়েলিটি চেক' হওয়া মেন ইন ব্লুজ! টানটান উত্তেজনা ওয়েলিংটনে

নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের পঞ্চম ম্যাচের প্রিভিউ। এছাড়া জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, কখন ও কোথায় এই ম্যাচ দেখা যাবে। 

  • |
Google Oneindia Bengali News

সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড বনাম ভারত মোকাবিলা নিয়ে প্রবল উৎসাহ ছিল গোটা ক্রিকেট-বিশ্বে। কারণ দুই দলই প্রায় সমমানের। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচ পর্যন্ত ক্রিকেট মহলের প্রত্যাশা মেটেনি। একেবারেই একপেশে খেলা হচ্ছিল। কিন্তু চতুর্থ ম্যাচ অনেক হিসেব বদলে দিয়েছে। নিউজিল্যান্ড শুধু ৮ উইকেটে জেতেনি ভারতকে মাত্র ৯২ রানে অলআউট করে মাত্র ১৪ ওভারেই রানটা তুলে দিয়েছে।

ফলে ওয়েলিংটনে আপাত গুরুত্বহীন পঞ্চম ওডিআই ঘিরে ফের আগ্রহ তৈরি হয়েছে। হ্যামিল্টনে কোহলি-ধোনিহীন ভারতের মিডল অর্ডারের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে কিউইরা। ভারত অবশ্য একে রিয়েলিটি চেক বলে, পঞ্চম ম্যাচেই ফের জয়ের সরণিতে ফিরতে চায়। আর নিউজিল্যান্ডের অবস্থা এখন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো। একবার ছন্দ খুঁজে পাওয়ার পর তা কোনও মতেই হাতছাড়া করতে চায় না ব্ল্যাকক্যাপস বাহিনী।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">All set for the 5th and final ODI 💪💪💪<br><br>What's your prediction for tomorrow's game?<a href="https://twitter.com/hashtag/NZvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#NZvIND</a> <a href="https://t.co/PX2BKHYnIW">pic.twitter.com/PX2BKHYnIW</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1091517419904937985?ref_src=twsrc%5Etfw">February 2, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ওয়েস্ট প্যাকের ইতিহাস

ওয়েস্ট প্যাকের ইতিহাস

ওলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ভারত তিনবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। জিতেছে মাত্র ১বার। ২০১৪ সালে শেষ এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচ নিউজিল্যআন্ড ৮৭ রানে জিতেছিল। টসে জিতে ভারত আগে বল নিয়েছিল। কিউইরা রস টেলর (১০২) ও কেন উইলিয়ামসন (৮৭)-এর ১৫২ রানের জুটির জোরে ৩০৩ রান তুলেছিল। কোহলি (৮২), ধোনি (৪৭) রান পেলেও ভারত ২১৬ রানেই অলআউট হয়ে গিয়েছিল।

ভারতীয় ব্যাটিং

ভারতীয় ব্যাটিং

চতুর্থ ম্যাচে যাই ঘটে থাকুক, সিরিজের শেষ ম্য়াচটিকেও ভারত বিশ্বকাপের বিকল্পের সন্ধানের কাজেই লাগাতে চাইছে। কাজেই রবিবারও প্রথম একাদশে বেশ কিছু বদল দেখা যেতে পারে। হ্যামিল্টনে ভারতীয় ব্যাটিং-এর টপ ও মিডল অর্ডারের মিলিত অবদান ছিল ৩৫। টিম ম্যনেজমেন্ট একে ব্যতিক্রম বলে উড়িয়ে দিয়েছে। তবে দলের ব্যাটিংকে মজবুত করতে ফেরানো হতে পারে রবীন্দ্র জাদেজাকে। তরুণ শুভমানও সুযোগ পাবেন। ধোনির অভাব বড় হয়ে দেখা দিয়েছিল চতুর্থ ম্যাচে। পঞ্চম ম্যাচে কিন্তু তাঁকে খেলাতে চায় ভারত।

নিউজিল্যান্ড ব্যাটিং

নিউজিল্যান্ড ব্যাটিং

জয় পেলেও হ্যামিল্টনে কিউই টপ অর্ডারের পরীক্ষা হয়নি। রস টেলর যদিও গত দুই ম্য়াচেই ছন্দে ব্য়াট করেছেন। ওয়েলিংটনে কিন্তু ভারতের বিরুদ্ধে শেষবার তিনি শতরান করেছিলেন। বড় রান পেয়েছিলেন এই সিরিজে এখনও সেভাবে জ্বলে না ওঠা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই ইতিহাস তাঁদের অনুপ্রেরণা দেবে।

ভারতীয় বোলিং

ভারতীয় বোলিং

সিরিজের প্রথম থেকেই গোটা ভারতীয় বোলিং ইউনিট দারুণ পারফর্ম করেছে। হ্যামিল্টনের হারের জন্য তাদের কোনওভাবেই দায়ী করী যায় না। অতি স্বল্প রানের পুঁজি নিয়েও কিউইদের দুটি উইকেট ফেলে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। আগের ম্যাচে শামিকে বিশ্রাম দিয়ে খেলান হয়েছিল খলিল আহমেদকে। এই ম্যাচে ভুবনেশ্বর বিশ্রাম পেতে পারেন। তাঁর বদলে দলে আসতে পারেন মহম্মদ সিরাজ। শামিকেও ফেরানো হতে পারে প্রথম একাদশে।

নিউজিল্যান্ড বোলিং

নিউজিল্যান্ড বোলিং

হ্যামিল্টনে একাই ভারতীয় ব্যাটিং-এর মাথা মুড়িয়ে দিয়েছিলন ট্রেন্ট বোল্ট। ওয়েস্টপ্য়াক স্টেডিয়ামেও কিন্তু তাঁর পরিসংখ্য়ান খুবই ভাল। ওয়েলিংটনের মাঠে তিনি ৬টি ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছেন। হ্যামিল্টনে ভারতের মিডল অর্ডারকে ধ্বংস করেছিলেন গ্র্যান্ডহোমি। তাঁরা দুজনই আত্মবিশ্বাসের শিখরে থাকবেন। আরও একবার তাঁরা হ্যামিল্টনের পারফরম্যান্স করে দেখাতে পারলে কিন্তু ভারতের কপালে দুঃখ রয়েছে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত - রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি / ভুবনেশ্বর কুমার

নিউজিল্যান্ড - মার্টিন গাপ্টিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোমি, টড অ্যাস্টল, জিমি নিশাম, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট

English summary
Preview of the 5th match of the ODI series between New Zealand and India. Also find out the predicted playing XI and when and where the match can be seen. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X