For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড বনাম ভারত, জেনে নিন সম্পূর্ণ সফর সূচী, কোথায় এবং কখন দেখা যাবে ম্য়াচ

ভারতের নিউজিল্যান্ড সফরের সম্পূর্ণ সূচী, ম্যাচের সময় এবং সম্প্রচারের বিবরণ।

Google Oneindia Bengali News

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ভারত বক্সিং ডে টেস্ট শুরুর আগেই গো,ণা করা হয়েছিল ভারতের নিউজিল্যান্ড সফরের সূচি। তারপর বিরাট-বাহিনী অস্ট্রেলিয়ার মািটতে ঐতিহাসিক জোড়া সিরিজ জিতেছে। রবিবারই ভারতীয় দল মনিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছে। আগামী বুধবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। কিউইর দেশে সবমিলিয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি ওয়ানডে ও ৩টি টি২০ খেলবে বিরাট-বাহিনী।

অস্ট্রেলিয়ার পরই বিরাটরা যাবেন নিউজিল্যান্ড

অপর দিকে ভারত আসার আগেই নিউজিল্যান্ডে সফরে এসেছিল শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে ২ টেস্টের সিরিজের পর তিনটি একদিনের ম্য়াচ ও ১টি টি২০আই ম্য়াচ হয়ে সফর শেষ হয় গত ১১ জানুয়ারি।

দেখে নেওয়া যাক ভারতের নিউজিল্যান্ড সফরের সম্পূর্ণ সময়সূচী:

ওডিআই সিরিজ -

২৩ জানুয়ারী: প্রথম ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, নেপিয়ার

২৬ জানুয়ারী: দ্বিতীয় ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, মাউন্ট মাউনগানুই

২৮ জানুয়ারী: তৃতীয় ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, মাউন্ট মাউনগানুই

৩১ জানুয়ারী: চতুর্থ ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, হ্যামিল্টন

০৩ ফেব্রুয়ারী: পঞ্চম ওডিআই, ভারতীয় সময় সকাল ০৭:৩০, ওয়েলিংটন

টি২০আই সিরিজ -

৬ ফেব্রুয়ারি: প্রথম টি২০আই, ভারতীয় সময় রাত ১২:৩০, ওয়েলিংটন

৮ ফেব্রুয়ারি: দ্বিতীয় টি২০আই, ভারতীয় সময় রাত ১১:৩০, অকল্যান্ড

১০ ফেব্রুয়ারী: তৃতীয় টি২০আই, ভারতীয় সময় রাত ১২:৩০, হ্যামিল্টন

সরাসরি সম্প্রচার -

টেলিভিশন: স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন: হটস্টার

English summary
Full schedule, match timings and broadcasting details of India tour of New Zealand. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X