For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গোবেচারা'দের হেনস্থার আজব অভিযোগ! ছবি দিয়ে কোহলিদের নামে সতর্কতা জারি করল নিউজিল্যান্ড পুলিশ

শনিবার (২৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের ইস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ নিউজিল্যান্ড দলকে একহাত নিয়েছে। তারা ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একটি মজার সতর্কতা জারি করেছে।

  • |
Google Oneindia Bengali News

ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই নিউজিল্য়ান্ডকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সিরিজে ভারত আপাতত ২-০ ফলে এগিয়ে। স্বভাবতই নিউজিল্যআন্ডের সমর্থকরা যারপরনাই হতাশ। সবচেয়ে বিস্ময়কর ঘরের মাঠে সামান্য লড়াইও করতে পারছে না তারা। সমর্থকদের এই হতাশা ধরা পড়েছে নিউজিল্যান্ডের পুলিশের এক ব্যঙ্গাত্মক পোস্টে।

কোহলিদের নামে সতর্কতা জারি নিউজিল্যান্ডে

শনিবার (২৬ জানুয়ারি) দ্বিতীয় একদিনের ম্য়াচে ভারতের জয়ের পরই নিউজিল্যান্ডের ইস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সতর্কতা জারি করার মাধ্য়মে একহাত নিয়েছে কেন উইলিয়ামসনদের। কোনও ভয়ঙ্কর অপরাধী সম্পর্কে যেরকম বাসিন্দাদের সতর্ক করা হয়, সেইরকম ভাষাতেই কোহলি বাহিনীর ছবি দিয়ে জনগণদের প্রতি এক সতর্ক বার্তা বার্তা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই সতর্ক বার্তায় তারা লিখেছে, তাদের দেশে সফরকারী এক গোষ্ঠীর নিপীড়ন সম্পর্কে সতর্ক করার জন্য তারা এই নোটিশ জারি করছে। তারা আরও জানিয়েছে, এই গোষ্ঠীটি 'গোবেচারা একদল নিউজিল্যান্ডার'-কে পর পর দুইবার হেনস্থা করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ক্রিকেট ব্যাট বা বলের মতো দেখতে কিছু সঙ্গে থাকলে এদের থেকে সাবধানে থাকতেও বলেছে ইস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FEasternDistrictPoliceNZ%2Fposts%2F1967650623290443&width=500" width="500" height="564" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

তাদের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাঁদের রসবোধের তারিফ করেছেন।

English summary
Eastern District Police of New Zealand on Saturday (26 Jan) took a jibe at home team. They issued a funny warning against Indian Cricket Team.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X