For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০আই সিরিজের নিউজিল্যান্ড দলে চমক, আস্তিনে লুকোনো দুই তাস ফেলে ভারত-বধের ছক

বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে শুরু হচ্ছে ভারতের বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের কিউই দলে ডাক পেলেন দুই নতুন খেলোয়াড়।

  • |
Google Oneindia Bengali News

দুই ম্য়াচ বাকি থাকতেই একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে কেন উইলিয়ামসনদের। এখনও অবধি খেলা হয়েছে একেবারেই একপেশে। বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে শুরু হচ্ছে নিউজিল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের সিরিজে টি-টোয়েন্টি সিরিজ। অন্তত টি২০-তে জিতে মুখ-রক্ষা করতে চাইছে কিউইরা। আর এই লক্ষ্যেই টি২০ সিরিজে ব্ল্যাক ক্যাপস দলে ডাকা হল আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন দুই ক্রিকেটারকে।

আস্তিনে লুকোনো দুই তাসে ভারত বধের ছক

অলরাউন্ডার ডেরিল মিচেল ও জোরে বোলার ব্লেয়ার টিকনার প্রথমবারের জন্য ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের টি২০ দলে। মিচেলকে তিনটি ম্যাচের জন্যই দলে রাখা হয়েছে। আর প্রথম দুই ম্য়াচ খেলে বিশ্রামে যাবেন লোকি ফার্গুসন। তাঁর বদলে তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন টিকনার।

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান জাতীয় নির্বাচক গেভিন লারসেন এই নতুন দুই ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তি নিয়ে জানিয়েছেন, ডেরিল ও ব্লেয়ার দুজনেই বর্তমানে কিউই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। এই প্রদর্শনের পুরস্কার পেলেন তাঁরা। এর আগে দুজনেই নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে লিস্ট এ ক্রিকেটও খেলেছেন।

কিউইদের আস্তিনের এই দুই লুকোনো তাস সম্পর্কে জানা গিয়েছে, ডেরিল মিচেল-এর ব্যাটের হাত খুবই ভাল। সেই সঙ্গে কঠিন পরিস্থিতিতে বল করতেও পিছপা হল না। জোরে বোলার ব্লেয়ার টিকনার-এর হাতে দুরন্ত গতি রয়েছে।

দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০আই সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ডের সম্পূর্ণ দল -

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডাগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোমি, লোকি ফার্গুসন (প্রথম দুই ম্যাচের জন্য), মার্টিন গাপ্টিল, স্কট কাগ্গেলেইজন, ডেরিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকানার (তৃতীয় ম্যাচের জন্য)।

English summary
New Zealand have called up two uncapped players in their T20I squad for the three-match series against India, starting in Wellington on Wednesday (6 Feb). 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X