For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে বিশ্বকাপ, ভারতের সম্পদ হয়ে উঠতে পারেন শুভমান - কী ভাবে, পথ বাতলালেন দাদা

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ভারত যদি বাকি সফরে শুভমান গিলকে দলে অন্তর্ভুক্ত করে তবে আসন্ন আইসিসি বিশ্বকাপে তিনি ভারতের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন।

  • |
Google Oneindia Bengali News

দুই ম্য়াচ বাকি থাকতেই নিউজিল্যান্ডে ভারতের সিরিজ জয়ের লক্ষ্য সম্পূর্ণ হয়েছে। ডেপুটি রোহিতের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাকি নিউজিল্যান্ড সফরের জন্য বিশ্রামে গিয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) হামিল্টনে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ভারতের আরো এক 'টিনএজ সেনসেশন' শুভমান গিলের অভিষেক হওয়াটা একরকম নিশ্চিত। তবে শুধু হ্যামিল্টনেই নয়, বাকি সফরের সব ম্যাচেই শুভমানকে প্রথম দলে সুযোগ দিক ভারত, এমনটাই চান সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিশ্বকাপে সম্পদ হয়ে উঠতে পারেন শুভমান

এক সর্বভারতীয় টিভি চ্যানেলে ভারতের প্রাক্তন অধিনায়ক, তরুণ প্রতিভা শুভমানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে পরের দুই ম্যাচ এবং তারপর ৩ টি২০আই ম্যাচের সবকটিতেই কোহলির অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপে যে শূন্যস্থান থাকছে, সেখানে শুভমানকে খেলানো হোক। তাঁর মতে শুভমান যে সম্ভাবনা দেখিয়েছেন, তাতে লাগাতার সুযোগ পেলে বিশ্বকাপের আগেই ভারতের হাতে আরও এক সুপারস্টার আসতে পারে। সেক্ষেত্রে আসন্ন আইসিসি বিশ্বকাপে তিনি দলের অন্যতম সম্পদ হয়ে উঠতে পারেন।

এর আগে তৃতীয় ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে শুঙমানের প্রশংসা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি জানিয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সে শুভমান যা খেলছেন, ওই বয়সে তাঁর দশ শতাংশও তিনি খেলতে পারতেন না। দলের তরুণ প্রতিভার প্রতি এই ভাবে আস্থা প্রদর্শনের জন্য দাদা অধইনায়ক বিরাটেরও প্রশংসা করেছেন। তাঁর মতে অধিনায়কের এই আস্থা দলের তরুণ প্রতিভাদের থেকে সেরাটা বের করে আনে।

English summary
Sourav Ganguly has said if India will include Shubman Gill in the team in rest of the tour, he could become a great asset for India in the upcoming ICC World Cup. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X