For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রমাণ ছাড়াই শাস্তি পাওয়া দুর্ভাগ্যজনক! ব্যাটের মতোই বিস্ফোরক দাবি জয়সূর্যর - প্রশ্নের মুখে আইসসি

সনৎ জয়সূর্য দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি, বেটিং, বা তথ্যের অপব্যবহারের কোনও প্রমাণ আইসিসির কাছে ছিল না। তাই, তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি)-ই আইসিসির দুর্নীতির বিরোধী নিয়ম লঙ্ঘন করার অপরাধে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান সনৎ জয়সূর্যকে ২ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে আইসিসি। কিন্তু, তারপরদিনই ব্যাটেই মতোই বিস্ফোরক দাবি করলেন সনৎ জয়সূর্য। জানালেন বিনা অপরাধে প্রমাণ ছাড়াই শাস্তি পাওয়াটা দুর্ভাগ্যজনক।

প্রমাণ ছাড়াই শাস্তি পাওয়া, দাবি জয়সূর্যর

আইসিসির অভিযোগ, শ্রীলঙ্কা ক্রিকেটে দুর্নীতি তদন্তের কাজেই যথাযথ সহায়তা করতে পারেননি জয়সূর্য। জানানো হয়েছিল দুর্নীতি দমন শাখার চাওয়া প্রয়োজনীয় তথ্য ও নথি দিতে তিনি ব্যর্থ হন। সেই সঙ্গে তদন্তের কাজে বাধা দিতে বা তদন্তকে বিলম্বিত করতে প্রমাণ লোপাটের অভিযোগও করা হয়।

এদিন, জয়সূর্য দাবি করেন আইসিসি-র দুর্নীতি দমন শাখা যে যে নথি তাঁর কাছে চেয়েছিল তার সবই তিনি দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকেই দোষী সাব্যস্ত করতে চেয়েছে অ্যান্টি কোরাপসন ইউনিট। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতি বা বেটিং চক্রে জড়িয়ে থাকা বা তথ্যের অপব্যবহারের অভিযোগ ছিল না। এই নিয়ে আইসিসির কাছে কোনও প্রমাণও ছিল না। তিনি সবসময়ই সব বিষয়ে দেশকেই আগে রেখেছেন। ক্রিকেট খেলেছেন সতভাবে।

বস্তুত মঙ্গলবার তাঁর সাজার কথা জানানোর সময়ও আইসিসি জানিয়েছিল, জয়সূর্যের বিরুদ্ধে কোনও প্রমাণ তাঁদের কাছে ছিল না। কিন্তু জয়সূর্য নিজেই যাবতীয় অভিযোগ মেনে নিয়েছিলেন। আর তাতেই শাস্তি পেতে হয়েছে তাঁকে। যদি দোষ না করে থাকেন, তাহলে তিনি মেনে নিলেন কেন? জয়সূর্য জানিয়েছেন, তাঁর মনে হয়েছে, এতে সার্বিকভাবে ক্রিকেটের উন্নতি হবে।

সনৎ জয়সূর্যর মতো তাঁর সাজা ঘোষণার পর আইসিসির দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছিলেন, জয়সূর্যের মতো বড় মাপের ক্রিকেটারের নির্বাসনের ঘটনাই বলে দেয় তদন্তের কাজে সহায়তা করাটা আইসিসি-র কাছে কতটা গুরুত্বপূর্ণ। জয়সূর্য মুখ খোলার পর ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি বড় নাম বলেই তাঁকে 'বলীর পাঁঠা' করা হল?

English summary
Sanath Jayasuriya, claimed, ICC had no evidence of corruption, betting or misuse of information against him. So, the decision to ban him was unfortunate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X