নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০আই ম্যাচেই ৮০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। বিধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনও কিছুই ভারতের পক্ষে যায়নি। বিশেষ করে ফিল্ডিং খারাপ হয়েছে চোখে পড়ার মতো। যদি গোটা ম্যাচে ভারতের পক্ষে একমাত্র ইতিবাচক কিছু ঘটে থাকে, তা হল বাউন্ডারি লাইনে দীনেশ কার্তিকের নেওয়া একটি অসাধারণ ক্যাচ।
১৫ ওভারেই নিউজিল্যান্ডের রান ১৬৪তে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই ওভারের শেষ বলেই হার্দিক পাণ্ডিয়ার বলে ৮ রান করেই প্যাাভিলিয়নে ফেরেন নিউজিল্যআন্ডের পক্ষে বুধবারই অভিষেক হওয়া ব্যাটসম্যান ডেরিল মিচেল। তবে এই উইকেট যতটা না হার্দিকের তার থেকে বেশি দীনেশ কার্তিকের। হার্দিকের ওভারের শেষ বলটিতে ছয় মারতে গিয়েছিলেন মিচেল। বাউন্ডারি লাইনে দারুণ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে সেই বল লুফে নেন কার্তিক।
This catch by Dinesh Karthik during the first New Zealand-India T20I match at Wellington on Wednesday will make you go 'WoW'@DineshKarthik #Sports #INDvsNZt20 #INDvsNZ #Cricket #TV9News pic.twitter.com/eewZXDJWMn
— Tv9 Gujarati (@tv9gujarati) February 7, 2019
তবে তার আগে এই ম্য়াচের নায়ক কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিন সেইফার্টের একটি সহজ ক্যাচ ফেলেছিলেন কার্তিক। এই দুর্দান্ত ক্যাচটি লুফে সেই পাপ ধুয়ে ফেলেন তিনি। তবে এরপর অবশ্য রস টেলরের আরও একি সহজ ক্যাচ ধরতে ব্যর্থ হন কার্তিক।