For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন নেননি শেষ ওভারে সিঙ্গল, ক্রুণালের উপর কি ভরসা ছিল না - মুখ খুললেন দীনেশ কার্তিক

নিউজিল্যান্ড টি২০আই সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারে সিঙ্গল রান না নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন দীনেশ কার্তিক।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০আই ম্যাচের একেবারে শেষ ওভারে জয়ের জন্য ৫ বলে ভারতের দরকার ছিল ১৪ রান। এই অবস্থায় একটি সিঙ্গলস না নেওয়ার সিদ্ধান্তের কারণে সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সব পক্ষের সমালোচনা কুড়িয়েছেন দীনেশ কার্তিক। তিনি শেষ বলে ছয় মারলেও ভারতকে মাত্রক ৪ রানে হারতে হয়। কেন নেননি ওই সিঙ্গলস? অপর প্রান্তে থাকা ক্রুণালের উপর কি ভরসা ছিল না?

কেন নেননি শেষ ওভারে সিঙ্গল - মুখ খুললেন দীনেশ কার্তিক

দেশে ফিরে এক সাক্ষাতকারে কার্তিক জানিয়েছেন, তিনি আসলে মনে-প্রাণে বিশ্বাস করেছিলেন তিনি ছয় মারতে পারবেন। ওই ম্যাচে ভারতের ১৬ ওভারে ১৪৫ রানে ভারতের ৬ উইকেট পড়ে গিয়েছিল। জেতার জন্য দরকার ছিল ২৮ বলে ৬৮ রান। এই পরিস্থিতি থেকে কার্তিকের মতে ক্রুণাল ও তিনি ম্যাচকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে চাপে পড়ে গিয়েছিলেন কিউই বোলাররা। আর তাতেই তিনি মনে করেছিলেন ছয় হাঁকাতে পারবেন।

কার্যক্ষেত্রে তা অবশ্য হয়নি। কার্তিক জানিয়েছেন, এর পুরো কৃতিত্ব টিম সাউদিকে দেওয়া উচিত। চাপের মুখে ওই সময় সাউদি একের পর এক বল ইয়র্কার দিতে পেরেছেন। একটু এদিক ওদিক পড়লেই ছয় হতে পারত।

কার্তিক আরও জানান এই নিয়ে তাঁর অনুশোচনা নেই। একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে চাপের মুখে নিজের দক্ষতার উপর ভরসা করতেই হয়। তিনিও তাই করেছেন। আর জুটির অংশীদার ক্রুণালের উপরও তাঁর ভরসা ছিল বলেই শেষ পর্যন্ত ২৮ বলে ৬৩ রান করে তাঁরা দুজনে লড়াইটা এতটা কাছাকাছি নিয়ে যেতে পেরেছিলেন। তিনি জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে একেকটা এরকম হয়ে যায়।

English summary

 Dinesh Karthik has opened up about his decision to not to take a single run at the last over in new Zealand T20I Series Decider match. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X