For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, প্রথম ম্যাচেই ৬টি রেকর্ড গড়লেন ভারত-অধিনায়িকা, ছুঁলেন রায়না-মিলারদের

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ৬ মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রিত কাউর। 
 

  • |
Google Oneindia Bengali News

যাঁরা মনে করেন পুরুষদের ক্রিকেটের পাশাপাশি মবিলাদের ক্রিকেট বড়ই ম্যাড়মেড়ে, আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮-এর প্রথম ম্যাচেই ভারতের মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রিত কাউর তাদের মুখে ঝামা ঘসে দিলেন। মাত্র ৫১ বলে ৭টি চার ও ৮টি বিশাল ছয় মেরে ১০৩ রান করার পথে যে বিনোদন তিনি উপহার দিয়েছেন তার জন্য কোনও প্রশংসা কোনও বিশেষণই যথেষ্ট নয়।

তাঁর এবং টিনএজ সেনসেশন জেমাইমা (৪৫ বলে ৫৯)- দাপটে ভারত প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৯৪/৫। আর তারপর কিউইদের ১৬০/৯ রানেই আটকে রেখে ৩৪ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারত। আর এরমধ্যেই ক্যাপ্টেন হরমনপ্রিত গড়ে ফেললেন ৫ টি রেকর্ড!

মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী

দিল্লিতে আই শৃঙ্খলা পদ্ধতির ক্রমশ অবনমন হচ্ছে, জানালেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রথম ভারতীয় শতরান

প্রথম ভারতীয় শতরান

হরমনপ্রিতের শতরানের আগে মহিলাদের টি২০আই ক্রিকেটে ৯টি শতরান হয়েছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করেছিলেন ওয়েস্টইন্ডিজের ডিয়েন্ড্রা ডট্টিন। ৪৫ বলে ১১২ করে তিনি অপরাজিত ছিলেন। তিনি এবং ইংল্যান্ডের ড্য়ানিয়েলে ওয়ায়েট এক ২ টি করে শতরান আছে এই ফর্ম্যাটে। কিন্তু এক আগে কোনও ভারতীয় মহিলা টি২০আইতে শতরান কহরতে পারেননি। হরমনপ্রিতই প্রথম।

ফের ভূমিকম্প

ফের ভূমিকম্প

এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের চামৌলিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। উত্তর কাশীর বরুণাবত পাহাড়ে ফাটল। ধসের আশঙ্কায় বন্ধ করা হয়েছে গঙ্গোত্রী যাওয়ার রাস্তা।

সবচেয়ে বেশি ছয়

সবচেয়ে বেশি ছয়

হরমনপ্রিতের কিউইদের বিরুদ্ধে শতরান করার পথে মোট ৮টি ছয় মেরেছিলেন। রেকর্ড বই বলছে মহিলা টি২০আই ক্রিকেটে এক ইনিংয়ে এটাই কোনও ভারতীয়ের মারা সবচেয়ে বেশি ছয়। এর আগের রেকর্ডটিও ছিল তাঁরই দখলে। চলতি বছরেই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৮ বলে ৬৩ করার পথে ৫টি ছয় মেরেছিলেন।

বহুতল ভেঙে মৃত্যু

বহুতল ভেঙে মৃত্যু

পশ্চিম দিল্লির বিষ্ণু গার্ডেন বহুতলটি ভেঙে পড়ে মৃত্য হয়েছে ৫ জনের। ৯ জন গুরুতর আহত। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তৃতীয় দ্রুততম শতরান

তৃতীয় দ্রুততম শতরান

হরমনপ্রিতের ৪৯ বলে করা শতরান মহিলাদের ক্রিকেটে তৃতীয় দ্রুততম। প্রথমে আছেন সেই ডিয়েন্ড্রা ডট্টিন। তিনি করেছিলেন মাত্র ৩৮ বলে। তারপরে আছেন ইংল্যান্ডের টমি বিউমন্ট। তিনি ১০০ করতে নিছেন ৪৭ বল।

পুরীতে পদপিষ্ট

পুরীতে পদপিষ্ট

পুরীর নবকলেবর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের আহত ২০ জন।

ওয়েস্ট ইন্ডিজেই

ওয়েস্ট ইন্ডিজেই

মহিলাদের টি২০আই বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। হরমনপ্রিতের শতরানটি হল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ফলে ভারতের পুরুষ ও মহিলা দুই দলেরই টি২০আই ক্রিকেটে প্রথম শতরান এল ক্যারিবিয়ান দ্বীপেই। পুরুষ দলের হয়ে ২০১০ সালে টি২০আই ক্রিকেটে প্রথম শতরানটি করেন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের সেই ম্যাচে রায়না ৫৯ বলে শতরান করেছিলেন।

ধস

ধস

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ধস নেমে বন্ধ রাস্তা।

পাঁচ নম্বরে নেমে দ্বিতীয়

পাঁচ নম্বরে নেমে দ্বিতীয়

টি২০ ক্রিকেটে মাত্র ১২০ বল থাকে। প্রথমেই বাধ্য়তামূলক পাওয়ার প্লেও থাকে। তাই এই ফর্ম্যাটে অধিকাংশ শতরানই করেছেন ব্যাটিং লাইনআপের প্রথম তিন ব্যাটার। কিন্তু শুক্রবার হরমনপ্রিত ৫ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন। এই রেকর্ড আর একজনেরই আছে। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। বাংলাদেশের বিরুদ্ধে গত বছরই তিনি ৫ নম্বরে নেমে মাত্র ৩৫ বলে শতরান করেছিলেন।

বিক্ষোভ

বিক্ষোভ

আনন্দ পরবত খুনের ঘটনায় দিল্লিতে আম আদমি পার্টির যুব শাখার বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জল কামান।

সর্বোচ্চ জুটি

সর্বোচ্চ জুটি

ভারত কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের শুরুতে কিছুটা চাপেই পড়ে গিয়েছিল। ৬ ওভারে ৪০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ভারতের রানটা ১৮.২ ওভারে ১৭৪ পর্যন্ত টেনে নিয়ে যান হরমনপ্রিত ও জেমাইমা। গড়েন ১৩৪ রানের পার্টনারশিপ। মহিলাদের টি২০আই ক্রিকেটে এটিই এখনও পর্যন্ট সর্বোচ্চ রানের জুটি।

জলের তলায়

জলের তলায়

শিপ্রা নদীর জলস্ফীতির কারনে জলে ডুবে গিয়েছে মন্দির। এই দৃশ্য উজ্জয়নীর।

আম আদমি ক্লিনিক

আম আদমি ক্লিনিক

পীড়াগাড়িতে আম আদমি ক্লিনিকের উদ্বোধন করলেন অরবিন্দ কেজরিওয়াল। এই ক্লিনিক শীততাপ নিয়ন্ত্রিত। গরীব মানুষ এখানে অত্যাধুনিক মানের পরিষেবা পাবেন।

English summary
5 Milestones achieved by Harmanpreet Kaur against New Zealand in the opening match of ICC Women's World T20 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X