For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী! জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে নামছে ভারত

রবিবার (১১ নভেম্বর) আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে নামছে ভারত। 

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপের পর ফের ক্রিকেট মাঠে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে এবার মহিলাদের ক্রিকেটে। ওয়েস্টইন্ডিজের গায়ানায় আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর রবিবার (১১ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে নামছে ভারতের মহিলা দল।

শুক্রবার প্রথম ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রিতের অসাধারণ ৫১ বলে ১০৩ রানের ইনিংসের দৌলতে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে মসৃণ জয় পেলেও, দিনের অপর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে ৫২ রানে হারতে হয়েছে। রবিবারের মহারণের আগে দেখে নেওয়া যাক দুই দল কে কোথায় দাঁড়িয়ে আছে।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বুঝিয়ে দিয়েছে এইবার তারা মহিলা টি২০ বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। ব্য়াটিং, বোলিং, ফিল্ডিং - তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেন ভারতীয় মহিলারা। যদিও ম্য়াচের পর ভারতীয় দলের অধিনায়িকা হরমনপ্রিত জানিয়েছেন, দলের বোলিং বিভাগে আরও উন্নতি চান তিনি। এছাড়া ভারতের মাথা ব্যাথার বিষয় অভিজ্ঞ মিতালী রাজ। শুক্রবার রাতে তিনি ব্যাট করার সুযোগ পাননি। বিষয়টি অনেকটাই এমএস ধোনিকে নিয়ে ভারতের পুরুষ দলের সমস্যার মতো। অতীতের দুর্দান্ত ব্যাটার মিতালী এখন আর ততটা ফর্মে নেই। তাঁকে কোথায় উপযুক্তবাবে ব্যবহার করা যাবে তা নিয়ে কিছুটা হলেও চিন্তায় আছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করেছিলেন উইকেটকিপার তানিয়া ভাটিয়া। পাকিস্তানের বিরুদ্ধে হাই টেনশন ম্যাচে সম্ভবত তাঁকে লাইনআপে নিচে নামিয়ে এনে মিতালীকে ওপেনে খেলানো হবে।

পাকিস্তান দলের খবর

পাকিস্তান দলের খবর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুই ঠিকঠাক চলেনি পাকিস্তান মহিলা দলের। একমাত্র অস্ট্রেলিয়া যখন ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে পরের ৬ল ওভারে রানের পাহাড় গড়ার দিকে এগোচ্ছিল, তখন পাকিস্তানি বোলাররা ৪ উইকেট তুলে নিয়ে তাদের ১৬৫ রানে আটকে রাখতে সফল হয়েছিল। কিন্তু পরের ইনিংসে তাদের ব্য়াটারদের মধ্যে পাওয়ার হিটারের অভাবটা স্পষ্ট হয়ে গিয়েছে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩-এর বেশি তুলতে পারেনি তারা। ভারতের বিরুদ্ধে এই দিকটা অবশ্যই চিন্তায় রাখবে 'উইমেন ইন দ্য গ্রিন'-দের।

তারকা সম্বাবনা

তারকা সম্বাবনা

প্রথম ম্যাচে দাপুটে শতরানের পর দ্বিতীয় ম্যাচেও জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে হরমনপ্রিত কাউরের। বিশ্বকাপ শুরুর আগের ৬ ম্যাচের মধ্যে ৩টি অর্ধশতরান ছিল তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে করেছিলেন ৩২ বলে ৬৪। তাঁকে থামানোটাইউ সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানি বোলিং বিভাগের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু তাদের অফস্পিনার আলিয়া রিটাজ ছাড়া বাকিরা বলার মতো কিছু করে দেখাতে পারেননি। এছাড়াও ভারতের স্মৃতি মান্ধানা ও জেমাইমার ব্য়াটও কথা বলতে পারে পাক ম্যাচে।

কখন, কোথায় দেখবেন খেলা

কখন, কোথায় দেখবেন খেলা

ভারত-পাক দ্বৈরথ শুরু হবে ভারতীয় সময় রবিবার রাত সাড়ে আটটায়। স্টার স্পোর্টস নেটওয়ার্ক মহিলা টি২০ বিশ্বকাপ ম্যাচের সম্প্রচারের দায়িত্বে রয়েছে। তাদের কোনও একটি চ্যানেলেই দেখা যাবে এই ম্যাচ। এছাড়া হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং-ও করা হবে।

দুই দলের সম্পূর্ণ স্কোয়াড

দুই দলের সম্পূর্ণ স্কোয়াড

ভারত: হরমনপ্রিত কৌর (অধিনায়িকা), স্মৃতি মান্ধানা, তানিয়া ভাটিয়া, একতা বিস্ত, দয়ালান হেমলতা, মানসী জোশি, বেদী কৃষ্ণমুর্তি, অনুজা পাতিল, পুনম যাদব, মিতালী রাজ, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব

পাকিস্তান: জাভেরিয়া খান (অধিনায়িকা), আইমান আনওয়ার, আলিয়া রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, বিসমাহ মারুফ, ডায়না বেগ, মুনিবা আলি, নাহিদা খান, নাশ্রা সান্ধু, নাতালিয়া পারভেজ, নিদা দার, সানা মীর, সিদ্রা নওয়াজ, উমাইমা সোহেল

English summary
India aims to continue their domination against Pakistan in their second match in ICC Women's World T20 2018 on Sunday (11 Nov). 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X