For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাতে ভাল দল থাকলে ভাল খেলতেই হবে' - অজিদের উড়িয়ে দলের প্রশংসায় অধিনায়িকা

মহিলা টি ২০ বিশ্বকাপে ভারত মহিলা দল, অস্ট্রেলিয়া মহিলা দলকে হারানোর পর কে কী বললেন।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচে জিতে অপরাজিত হিসাবে গ্রুপ পর্যায় শেষ করেছে হরমনপ্রিত কৌরের ভারত। এরপরই নিজের দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়িকা। তিনি জানিয়েছেন, তাঁর দলে যে প্রতিভা আছে, তাতে দলের এই খেলায় তিনি এতটুকু বিস্মিত নন।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, 'আপনার হাতে ভাল দল থাকলে, আপনাকে ভাল খেলতেই হবে।'

ফিল্ডিং-এ উন্নতি

ফিল্ডিং-এ উন্নতি

পাক ম্যাচে দলের ফিল্ডিং নিয়ে একেবারেই সস্তুষ্ট ছিলেন না হরমনপ্রিত। কিন্তু তারপর দল যে এই বিভাগ নিয়ে খেটেছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। রাধা যাদব যেভাবে নিজের বলে পিছন দিকে বেশ খানিকটা দৌড়ে গিয়ে শরীর ছুঁড়ে দিয়ে ডেলিসা কিমিন্সের ক্যাচ তালুবন্দী করেছেন, তাতেই ভারতীয় মহিলাদের জয়ের উদগ্র ইচ্ছা স্পষ্ট হয়ে গিয়েছে।

জুটিতে আশা

জুটিতে আশা

একই সঙ্গে সেমি ফাইনালের আগেই স্মৃতি মান্ধানা ফর্মে ফেরায় নিশ্চিন্ত তিনি। শনিবার স্মৃতির সঙ্গে জুটি বেঁধে ৭ ওভারে ৬৮ রান তুলেছিলেন হরমনপ্রিত। তিনি জানান, 'আশা করি এই টুর্নামেন্টে আরও এরকম জুটি দেখা যাবে।'

কিউই-ব্যাটিং, অজি-বোলিং

কিউই-ব্যাটিং, অজি-বোলিং

তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা নিজেও ফর্মে ফিরে অত্যন্ত খুশি। ম্যাচের পর তিনি জানান, গত তিন ম্যাচে ভাল শুরু করেও তাকে বড় রানে পরিণত করতে পারছিলেন না, এদিন সেটাই করতে পেরেছেন। তবে এদিন দলের সার্বিক ব্যাটিং নিয়ে খুশি নন তিনি। জানিয়েছেন, ভারতের সেরা ব্য়াটিং দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখা গিয়েছে দলের সেরা বোলিং ও ফিল্ডিং। এই দুই পারফরম্য়ান্সকে মেলাতে পারলেই ভারতের সামনে থাকবে কাপ জয়ের হাতছানি।

ছন্দটা পেয়ে গেছি

ছন্দটা পেয়ে গেছি

দলের কনিষ্ঠতম সদস্যা জেমাইমা রড্রিগেজও তিবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই এই জয় গুরুত্বপূর্ণ, তা নয়। এটা জয় গুরুত্বপূর্ণ ছিল দলের থছন্দটা ধরে রাখার জন্য। আগামী ২৩ নভেম্বর সেমিফাইনালে জয়ের এই ছন্দটাই ধরে রাখতে চায় ভারতের মহিলা দল।

English summary
Who says what, after India woman defeated Australia woman in Women's World T20 2018. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X