For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, ভারত পৌঁছল শেষ চারে! এখনও কাটল না মিতালি-ধাঁধা

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রতিবেদন।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (১৬ নভেম্বর), মহিলা টি২০ বিশ্বকাপের গ্রুপ বি-এর ম্যাচে ভারতীয় স্পিনারদের আরও এক ভল পারফরম্যান্সের দৌলতে সহজেই আয়ারল্যান্ডকে ৫২ রানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল ভারতের মহিলা দল। তবে এদিন কিন্তু প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৫ রান তুলেছিল। কিন্তু ভারতীয় স্পিনাররা আয়ারল্য়ান্ডকে ৯৩/৮-এই আটকে রাখে।

মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, ভারত উঠল সেমিফাইনালে

ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতও টি২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল। বিদায় নিল, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

এদিন ভারতের চার স্পিনারের প্রত্যেকেই একদিকে যেমন কৃপণ বোলিং করেছেন, আবার নিয়মিত উইকেটও তুলেছেন। রাধা যাদব নেন ২৫ রানে ৩ উইকেট, পুনম যাদব মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। অধিনায়িকা হরমনপ্রিত এদিন ব্য়াট হাতে কার্যকরী ভূমিকা নিতে না পারলেও বল হাতে তা পুষিযে দেন ৪ ওভারে তিনি রান দেন মাত্র ১০। সঙ্গে একটি উইকেট দখল করেন। এছাড়া দিপ্তী শর্মাও ৩ ওভার হাত ঘুরিয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট পান।

আয়ারল্য়ান্ডে ব্যাটিংয়ের ভরসা ছিলেন গ্যাবি লুইস ও ক্লেয়ার শিলিংটন। কিন্তু ৯ রানের মাথায় গ্যাবিকে দিপ্তী শর্মা এবং ২৩ রানের মাথায় ক্লেয়ারকে পুনম যাদব ফিরিয়ে দেওয়ার পর তাদের আর জয়ের আশাছিল না। এদিন ভারত অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে অফসাইডে প্রচুর ফিল্ডার দিয়ে অফ স্টাম্পের বাইরে লাগাতার বল করে যাওয়ার স্ট্র্যাটেজি নেয়। এই স্ট্র্যাটেজি দারুণ কাজে এসেছে। আয়ারল্যান্ড ইনিংসে ৬৫টি ডট-বলই তার প্রমাণ।

তবে ভারতের ব্যাটিং এদিন একেবারেই প্রত্যাশিত মানের হয়নি। বিশেষ করে মিতালি রাজ ৫১ রান করলেও, তিনি বল খেলেছেন ৫৬টি। তাঁর ইনিংসে কিন্তু ৪টি চার ও ১টি ছয় রয়েছে। অর্থাত ৫ বলে তিনি ২২ রান করেছেন। আর বাকি ২১ রান করতে নিয়েছেন ৫১ বল!

সবচেয়ে সমস্যার হল তিনি স্ট্রাইক রোটেট করতে পারছেন না। তাঁর মন্থর গতির কারণে দ্রুত রান তুলতে চেয়ে অফস্টাম্পের বাইরের বল ওড়াতে গিয়ে আউট হন অপর ওপেনার স্মৃতি মান্ধানা (২৯ বলে ৩৩)। এরপর ৩ নম্বরে নেমে ৩টি চার মেরে ১১ বলে ১৮ রান করেন জেমাইমা রড্রিগেজ।

এরপর অধিনায়িকা হরমনপ্রিত ১টি ছয় মারলেও এদিন বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁর ইনিংস। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও মিতালী একটা দিক আঁকড়ে রেখেছিলেন। ১৯তম ওভারে তিনি আউট হন। কিন্তু সেই সময় আর রান তোলার গতি বাড়িয়ে বড় রানে পৌঁছনো সম্ভব ছিল না ভারতে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Mithali Raj tops an illustrious list of India's most prolific T20I run-scorers 💪🇮🇳<br><br>1️⃣ <a href="https://twitter.com/M_Raj03?ref_src=twsrc%5Etfw">@M_Raj03</a> <br>2️⃣ <a href="https://twitter.com/ImRo45?ref_src=twsrc%5Etfw">@ImRo45</a> <br>3️⃣ <a href="https://twitter.com/imVkohli?ref_src=twsrc%5Etfw">@imVkohli</a> <br>4️⃣ <a href="https://twitter.com/ImHarmanpreet?ref_src=twsrc%5Etfw">@ImHarmanpreet</a> <br>5️⃣ <a href="https://twitter.com/ImRaina?ref_src=twsrc%5Etfw">@ImRaina</a> <br>6️⃣ <a href="https://twitter.com/msdhoni?ref_src=twsrc%5Etfw">@msdhoni</a> <a href="https://t.co/SmQt9LjLzu">pic.twitter.com/SmQt9LjLzu</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1063121333163384832?ref_src=twsrc%5Etfw">November 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিনের ইনিংসের ফলে টি২০আই-তে মিতালির মোট রান দাঁড়াল ২২৮৩। অর্থাত এই মুহূর্তে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভারতীয় পুরুষ মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড তাঁর দখলেই। তাঁর পরে আছেন রোহিত শর্মা (২২০৭)। কিন্তু সেমিফাইনালের আগে ভারতের এই প্রাক্তন অধিনায়িকার সঠিক ব্যাটিং অর্ডার বের করতেই হবে ভারতীয় মহিলা দলকে। ওপেনিং পজিশনে নেমে তিনি রান পাচ্ছেন ঠিকই, কিন্তু রানতোলার গতি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

English summary
&#13; Match report of India vs Ireland ICC Women's World T20 2018 match. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X