For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা টি২০ বিশ্বকাপ, সেমিতে উঠেও দলের অন্দরে ক্ষোভ! ঘুরিয়ে সমালোচনায় অধিনায়ক

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করার পর মিতালি রাজের মন্থর ব্যাটিং ভারতের একমাত্র কাঁটা।
 

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার (১৬ নভেম্বর), মহিলা টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ৫২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতের মহিলা দল। কিন্তু তারপরেও রয়ে গিয়েছে কাঁটা! দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটস্য়ান মিতালি রাজ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি অর্ধশতরান করেন। কিন্তু ৫১ রান করতে তিনি ৫৬টি বল খেলেন। যার ফলে প্রথম ম্যাচে রেকর্ড ১৯৪ রান তোলা ভারত নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানের বেশি করতে পারেনি। মিতালির মন্থর ব্যাটিং-এর জন্য দলের বাকি ব্যাটাররাও চাপে পড়ে যাচ্ছেন। এরপরই জানা যাচ্ছে দলের তরুণ ক্রিকেটারদের ক্ষোভ বেড়েছে মিতালি রাজকে নিয়ে।

ঘুরিয়ে সমালোচনা

ঘুরিয়ে সমালোচনা

ম্যাচের পর ভারতীয় দলের অধিনায়িকা সরাসরি না বললেও ঘুরিয়ে মিতালিরক ব্য়াটিংয়ের সমালোচনা করেছেন. তিনি বলেন, দল সেমিফাইনালে ওঠায় তিনি খুশি হলেও এখনও অনেক উন্নতির জায়গা আছে। ক্রিকেটের তিন বিভাগেই উন্নতির কথা বললেও তাঁর মুখে আলাদা করে উঠে আসে ব্য়াটিং বিভাগের 'ব্যর্থতা'র কথা। তিনি বলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁরা পরিকল্পনামাফিক ব্যাট করতে পারেননি।

দলে কোনঠাসা

দলে কোনঠাসা

তাঁর ব্য়াটিং নিয়ে দলের অন্দরে যে ক্ষোভ বাড়ছে তা বুঝতে পারছেন মিতালি স্বয়ং। তিনি জানিয়েছেন দলে অনেক তরুণ ক্রিকেটার এসে গিয়েছেন। তাঁরা টি২০ ক্রিকেটে ভারতের খেলার ধরণ বদলে দিতে চায়। মিতালির কথায় কোথাও একটা দলে কোনঠাসা হয়ে পড়ার সুর লক্ষ্য করা গিয়েছে। তিনি বলেন, 'আমি অবশ্য়ই চাইব ওরা বিশ্বকাপ জিতুক।'

মিতালির সাফাই

মিতালির সাফাই

তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মন্থর ব্য়াটিংয়ের জন্য মিতালি পিচের অবস্থাকেই দায়ী করেছেন। ম্যাচের আগের দিন বৃষ্টি হওয়ায় পিচে স্যাঁতসেঁতে-ভাব ছিল। ফলে পিচ মন্থর হয়ে যায়। সেই পিচে ব্যাট করা কঠিন ছিল বলে জানিয়েছএন ভারতের প্রাক্তন অধিনায়িকা। তবে তিনি আশা করছেন পরের ম্যাচেই তাঁরা ব্যাটিং সহায়ক উইকেট পাবেন।

চাপ বাড়ছে স্মৃতির

চাপ বাড়ছে স্মৃতির

ভারতের অপর ওপেনার স্মৃতি মান্ধানাও এখনও পর্যন্ত বিশ্বকাপের তিনটি ম্যাচেই রান পাননি। মিতালি আবশ্য আশাবাদী পরের ম্যাচেই স্মৃতি রানের মধ্যে ফিরে আসবেন। তবে অনেকেই অবশ্য স্মৃতির ব্যর্থতার জন্য মিতালিকেই দায়ী করছেন। একে তিনি মন্থর ব্যাটিং করছেন তার উপর স্ট্রাইক রোটেট করতেও পারছেন না। যার ফলে দ্রুত রান তোলার জন্য চাপ বাড়ছে স্মৃতির উপর। যেমন আইরিশদের বিরুদ্ধেই অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটি বল, মরিয়া হয়ে চালাতে গিয়ে আউট হয়েছেন তিনি।

কাটা ঘা'য়ে নুনের ছিটে

কাটা ঘা'য়ে নুনের ছিটে

সেমিফাইনালে ওঠার পরও দলের খেলা নিয়ে ভারত অধিনায়িকা সন্তুষ্ট না হলেও, পরাজিত দল আয়ারল্যান্ডের অধিনায়িকা জানিয়েছেন তিনি তাঁদের নিজেদের খেলায় খুশি। তাঁর মতে যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৫ তুলেছিল, তাদের ১৪৫-এ আটকে রাখতে পারাটা তাঁদের বোলারদের কৃতিত্ব। এটা তাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক বলে তিনি দাবি করেছেন। কিন্তু তারপরেও দল হেরেছে। তাই তিনি সত্যিই দলের খেলায় খুশি, নাকি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ভারতের কাটা ঘা'য়ে নুনের ছিটে দিতেই ভারতের কম স্কোরের প্রসঙ্গ তুললেন তাই নিয়ে গুঞ্জন উঠেছে।

English summary
After securing their position in the semi-final of ICC Women's World T20, Mitali Raj's slow batting is the only thorn for the Indian side.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X