For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুবিমল ওরফে চুনীর দুর্দান্ত বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখে মুগ্ধ হতেন বিদেশিরাও

সুবিমল ওরফে চুনীর দুর্দান্ত বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখে মুগ্ধ হতেন বিদেশিরাও

  • |
Google Oneindia Bengali News

মূলত স্ট্রাইকার হলেও লেফট ইনসাইড পজিশনে খেলা সুবিমল ওরফে চুনী গোস্বামীর বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখার জন্য টিকিট কেটে মাঠে ভিড় জমাতেন ফুটবল পাগল জনতা। নিজে গোল করার থেকেও করানোর ওপর বিশ্বাস রাখতেন বাংলা তথা ভারতের এই কিংবদন্তি। ভারতের প্রথম ফুটবল সুপার স্টার চুনী গোস্বামীর খেলা দেখতে মুখিয়ে থাকতেন বিদেশিরাও। এহেন ব্যক্তিত্বের ফুটবল কেরিয়ার এক নজরে দেখে নেওয়া যাক।

অনেক ছোট বেলা থেকে ফুটবল প্রেম

অনেক ছোট বেলা থেকে ফুটবল প্রেম

বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) কিশোরগঞ্জে ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্ম হয় চুনী গোস্বামীর। শৈশব থেকেই তাঁর ফুটবল প্রতিভা বিকশিত হতে শুরু করছিল। ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ বলাইদাস চট্টোপাধ্যায়ের নজরে পড়ে গিয়েছিলেন ৮ বছরের চুনী গোস্বামী। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল।

মোহনবাগান

মোহনবাগান

১৯৪৬ সালে মোহনবাগানের জুনিয়র দলের ট্রায়ালে উত্তীর্ণ হয়েছিলেন চুনী গোস্বামী। এরপর আট বছর ওই দলের হয়ে চুটিয়ে খেলেছিলেন তিনি। ১৯৫৪ সালে মাত্র ১৬ বছর বয়সে মোহনবাগানের সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছিলেন চুনী গোস্বামী। ১৯৬৮ সাল (অবসর) পর্যন্ত তিনি সবুজ-মেরুণেই খেলেন। ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ক্লাবকে নেতৃত্বও দিয়েছিলেন চুনী। তাঁর অধিনায়ত্বেই পরপর তিন বার ডুরান্ড ও চার কলকাতা লিগ জিতেছিল মোহনবাগান।

আন্তর্জাতিক ফুটবল

আন্তর্জাতিক ফুটবল

ক্লাব স্তরে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ১৯৫৬ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় ফুটবল দলে ডাক পান চুনী গোস্বামী। স্বর্ণযুগের সেই ফুটবল দলের সদস্য ছিলেন পিকে বন্দ্যোপধ্যায়, জানেল সিং-র মতো দিকপালরা। সেই দলের সঙ্গেই অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়া কাপ, মেরডেকা কাপ সহ প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চুনী গোস্বামী। দেশের হয়ে আটটি গোলও রয়েছে তাঁর।

এশিয়ান গেমসে সোনা

এশিয়ান গেমসে সোনা

১৯৬২ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ভারত। গোল করেছিলেন পিকে বন্দ্যোপাধ্যায় ও জার্নেল সিং। সেই দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি চুনী গোস্বামী। তাঁর অধিনায়কত্বেই তেল আবিবে-তে হওয়া এশিয়া কাপে রূপো জিতেছিল ভারতীয় ফুটবল দল।

পুরস্কার

পুরস্কার

১৯৬৩ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন চুনী গোস্বামী। ২০ বছর পর তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। চুনী গোস্বামীর ৮২তম জন্মদিনে তাঁকে সম্মান জানাতে কিংবদন্তি ফুটবলারের নামে পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করে ভারতীয় ডাক বিভাগ।

ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

English summary
Going through the legendary Chuni Goswami's great football career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X