For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে অনলাইনে স্মরণসভা! কলকাতাকে হার মানাল দিল্লি

পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে অনলাইনে স্মরণসভা! কলকাতাকে হার মানাল দিল্লি

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনা সংকট। এই পরিস্থিতির মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে গিয়েছেন চুনী গোস্বামী। ভারতীয় ফুটবলের দিকপালদের মধ্য উপরের দিকে ছিলেন চুনী। তাঁর অধিনায়কত্বের ১৯৬২-এর এশিয়ান গেমসে ভারত ফুটবলে সোনা জিতেছিল। লকডাউন চলায় সেই চুনীর প্রয়াণে কলকাতায় এখনও কোনও স্মরণসভা আয়োজন সম্ভব হয়নি।

দেড় মাসেরও কম সময়ে মহানগরের দুই কিংবদন্তি প্রয়াত

দেড় মাসেরও কম সময়ে মহানগরের দুই কিংবদন্তি প্রয়াত

এক মাস ১০ দিন! এই সময়ের ব্যবধানের মধ্যে ভারতীয় ফুটবলে দুই নক্ষত্রপতন হয়েছে। ২০ মার্চ কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে পিতৃহারা হয়েছিল ভারতীয় ফুটবল।। এর দেড় মাসেরও কম সয়মের মধ্যে ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে গিয়েছেন ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব চুনী গোস্বামী। দুই কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া।

দুই কিংবদন্তির প্রয়াণে বাংলায় স্মরণসভা আয়োজন হয়ে ওঠেনি

দুই কিংবদন্তির প্রয়াণে বাংলায় স্মরণসভা আয়োজন হয়ে ওঠেনি

মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশে প্রাণঘাতী করোনা নিয়ে উদ্বেগ। ভারতে ১৫ মার্চের আগেই ক্রিকেট, ফুটবল, হকি সমস্ত খেলার প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। যথারীতি বাংলার খেলার দুনিয়ার সংস্থাগুলির কাজও স্থগিত থাকে। বাংলা দুই প্রয়াত কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণে করোনা উদ্বেগের মাঝে রাজ্যে কোনও স্মরণ সভা হয়নি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, আইএফএ এখনও দুই কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা করে উঠতে পারেনি। লকডাউনে উঠলেই রাজ্যের ফুটবল সংস্থা এই নিয়ে স্মরণসভা করবে বলে জানিয়েছে।

সর্বভারতীয় ফুটবল সংস্থাও করে দেখাতে পারেনি

সর্বভারতীয় ফুটবল সংস্থাও করে দেখাতে পারেনি

দেড় মাসের ব্যবধানে পিকে বন্দোপাধ্যায় ও চুনী গোস্বামীর প্রয়াণে দেশের সর্বভারতীয় ফুটবল সংস্থাও কোনও স্মরণসভার আয়োজন করে উঠতে পারেনি।

ভিডিও কলে কার্যকারী কমিটির সভা হয়েছে

ভিডিও কলে কার্যকারী কমিটির সভা হয়েছে

প্রসঙ্গত করোনার মাঝে বৈঠক করতে ও খরচ বাঁচাতে সর্বভারতীয় ফুটবল সংস্থা ভিডিও কলের মাধ্যমে কার্যকারী কমিটি সভা করেছে। কিন্তু দুই কিংবদন্তিকে নিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করে উঠতে পারেনি।

বাংলা পারেনি, করে দেখাল দিল্লি

বাংলা পারেনি, করে দেখাল দিল্লি

আধুনিক প্রযুক্তির সাহায্যে দিল্লি ফুটবল সংস্থা কিন্তু করে দেখিয়েছে।ইন্টারনেটের সৌজন্যে ভিডিয়ো কল মারফত অনলাইনে অনুষ্ঠান করে চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে শোকসভা করা হয়েছে।দিল্লি ফুটবল সংস্থার কর্তারা দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষদের অনলাইনে একত্রিত করে এই স্মরণসভার উদ্যোগ নিয়েছিলেন।অনলাইন সভায় দেশের বিভিন্ন প্রান্তের নামী প্রাক্তন-বর্তমান ফুটবলাররা হাজির ছিলেন। অনলাইন এই স্মরণসভায় সুভাষ ভৌমিক অংশ নিয়েছিলেন।

English summary
Delhi Soccer Association pay tribute to chuni goswami and pk banerjee in online during Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X