For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকের কাছে চলে গেলেন চুনী! ফুটবল আইকনকে শেষ শ্রদ্ধায় কী লিখলেন মমতা, বিসিসিআইয়ের টুইট

পিকের কাছে চলে গেলেন চুনী! ফুটবল আইকনকে শেষ শ্রদ্ধায় কী লিখলেন মমতা, বিসিসিআইয়ের টুইট

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রীড়া জগতে ইন্দ্রপতন। ভারতীয় ফুটবল আজ পিতৃহারা, প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী।

হৃদরোগ কেড়ে নিল চুনী গোস্বামীকে

হৃদরোগ কেড়ে নিল চুনী গোস্বামীকে

বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চুনী গোস্বামী না ফেরার দেশে চলে গেলেন। অভিভাবকহীন হতে পড়ল ভারতীয় ফুটবল।কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৮২ বছর।বার্ধক্যজনিত রোগভোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর কিংবদন্তি ফুটবলার দুবার হৃদরোগে আক্রান্ত হন। তডিঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।বিকেল পাঁচটা নাগাদ আরও একবার হার্ট অ্যাটাক হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে।

এপ্রিল জুড়ে নক্ষত্রপতন চলছেই

এপ্রিল জুড়ে নক্ষত্রপতন চলছেই

নক্ষত্রপতন চলছেই। বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবার ২৪ ঘন্টার মধ্যে রুপোলি পর্দার কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণের খবর ধাক্কা দিয়েছিল। বিকেল গড়াতেই ভারতীয় ফুটবলে এবার দুঃসংবাদ।৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ১৯৬২ এশিয়ান গেমসে সোনাজয়ী ফুটবল দলের অধিনায়ক চুনী গোস্বামী।কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রীড়া মহলে।

 বন্ধু পিকের কাছে চলে গেলেন চুনী

বন্ধু পিকের কাছে চলে গেলেন চুনী

কিংবদন্তি ফুটবলার ও কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পরই দেশের আরও এক কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী চলে গেলেন। মাঠে পিকে ও চুনীর জুটি ছিল দেখার মতো। ১৯৬২ এশিয়ান গেমসে অধিনায়ক চুনী, ফাইনালে গোল করে দলকে জিতিয়েছিলেন পি কে ব্যানার্জী। দুই বন্ধুই এবার না ফেরার দেশে চলে গেলেন।

শোকপ্রকাশ বিসিসিআইয়ের

চুনীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই এদিন শোক প্রকাশ করেছে। কিংবদন্তি ফুটবলার ও দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ককে শ্রদ্ধা জানিয়ে বোর্ডের টুইটারে লেখা হয়েছে, 'সুবিমল চুনী গোস্বামীর প্রয়াণে বিসিসিআই শোকাহত। নিঃসন্দেহে একজন প্রকৃত অলরাউন্ডার ছিলেন। নিজের অধিনায়কত্বের মাধ্যমে ভারতের জাতীয় ফুটবল দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ১৯৬২ সালের এশিয়ান গেমসে দেশকে সোনা জিতিয়েছিলেন। ফুটবলের পাশাপাশি ক্রিকেটে প্রথম শ্রেণীর পর্যায়ে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর আমলে বাংলা ১৯৭১-৭২ মরশুমে রঞ্জি ট্রফি ফাইনালে খেলছিল।'

মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ

চুনী গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, 'প্রবাদপ্রতিম ফুটবলার চুনী গোস্বামীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। ভারতীয় ফুটবলে একাধারে স্টার অন্যদিকে সেরা কিংবদন্তি ছিলেন। ক্রীড়াক্ষেত্রে একেবারে সব্যসাচী ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী। বাংলার তথা দেশের গর্ব চুনী গোস্বামীর প্রয়াণে গভীরভাবে শোকাহত। ওনার আত্মার শান্তি কামনা করি।'

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের শোকপ্রকাশ

চুনীর মৃত্যুতে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল পটেল শোক প্রকাশে লিখেছেন, ' ভারতীয় ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামী আমাদের ছেড়ে চলে গেলেন। ফুটবলের পাশাপাশি তিনি প্রথম শ্রেণীতে দারুণ ক্রিকেটার ছিলেন। সর্বপরি ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান অনশ্চিকার্য। আপনার আত্মার শান্তি কামনা করি। ওঁনার পরিবারের প্রতি সমবেদনা জানাই।'

English summary
Mamata banerjee to Bcci pay last tribute to Indian football legend and former captain Chuni Goswami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X