For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন করোনা কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! শেষ পর্যন্ত কি ইতালিতে ফিরতে পারলেন মহাতারকা?

কেন করোনা কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! শেষ পর্যন্ত কি ইতালিতে ফিরতে পারলেন মহাতারকা?

  • |
Google Oneindia Bengali News

সমস্যা কাটিয়ে ফুটবলে ফিরছেন মহাতারকা! কিন্তু তাঁর আগে ভক্তদের ভালো খবর শোনাতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মাঠে ফিরতে চলেছেন রোনাল্ডো

মাঠে ফিরতে চলেছেন রোনাল্ডো

করোনার কারণে বিশ্বে ফুটবল মাঠের দরজা এখন বন্ধ। মহামারীর সংকটে খেলার দুনিয়ার সর্বত্র এখন তালা ঝুলছে। তবে ইতালিতে করোনা ধাক্কা কাটিয়ে এমাসেই ফুটবল শুরু হচ্ছে। আর সব সমস্যায় কাটিয়ে জুভেন্তাসের হয়ে মাঠে ফিরতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জেট জটে আঁটকে ছিলেন রোনাল্ডো

জেট জটে আঁটকে ছিলেন রোনাল্ডো

জেট জটলা কাটিয়ে সোমবার রাতেই সপরিবারে তুরিনে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল প্রাইভেট জেট স্পেনে আটকে ছিল। সেকারণেই সিআর সেভেনের ইতালি ফেরা পিছিয়ে যাওযার সম্ভাবনা তৈরি হয়েছিল।

কেন জেট জট তৈরি হয়েছিল

কেন জেট জট তৈরি হয়েছিল

ইতালিতে করোনা লকডাউন শিথিল হলেও স্পেনে এখনও লকডাউন জারি রয়েছে। সেদেশে করোনা সংকটের পরিস্থিতি ক্রমে উন্নত হলেও লকডাউন এখনই শিথিল হয়নি। ফলে বিমান ওড়ার ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের নিষেধাজ্ঞার জন্য তিনবার চেষ্টা করেও রোনাল্ডোর প্রাইভেট জেট ওড়ার অনুমতি পায়নি। পরে সোমবার অবশ্য অনুমতি মিলতে রোনাল্ডো পরিবারকে নিয়ে তুরিনে পৌঁছেছেন।

মাদ্রিদ থেকে রোনাল্ডো ব্যাক টু তুরিন

মাদ্রিদ থেকে রোনাল্ডো ব্যাক টু তুরিন

রোনাল্ডোর বিলাসবহুল প্রাইভেট জেট মাদ্রিদ থেকে মাদেরাই হয়ে তুরিন এয়ারপোর্টে পৌঁছয়। ইতালির স্থানীয় সময় রাত দশটা কুড়ি মিনিটে রোনাল্ডো তুরিনে পা রাথেন।

কেন রোনাল্ডোর কোয়ারেন্টাইন

কেন রোনাল্ডোর কোয়ারেন্টাইন

রোনাল্ডো ইতালিতে পৌঁছেছেন। কিন্তু বল পায়ে মাঠে নামার আগে ফুটবল মহাতারকাকে ইতালির করোনা পরিস্থিতির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের জন্যে কোয়ারেন্টাইনে থাকতে হবে। শুধু রোনাল্ডোই নয়, তাঁর পুরো পরিবারকে কোয়ারেন্টাইন থাকতে হবে।

কবে থেকে ইতালিতে ফুটবল শুরু হচ্ছে

কবে থেকে ইতালিতে ফুটবল শুরু হচ্ছে

করোনার ভয়াবহতা কাটিয়ে ইতালিতে ফিরছে ফুটবল। সোমবার থেকে ইতালির ক্লাবগুলির ট্রেনিং গ্রাউন্ডে ফুটবলাররা ব্যক্তিগত প্রস্তুতি শুরু করার নির্দেশ পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সবুজ-সংকেত দেওয়া হয়েছে। ১৮ মে থেকে এরপর ক্লাবগুলিতে সংঘবদ্ধভাবে ফুটবলাররা মাঠের প্রস্তুতিতে নেমে পড়তে পারবেন।

ফুটবলারদের করোনা পরীক্ষা

ফুটবলারদের করোনা পরীক্ষা

মাঠে ফেরার আগে সোমবার থেকেই জুভেন্টাস তাদের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা শুরু করেছে।

কবে মাঠে অনুশীলন শুরু জুভেন্তাসের

কবে মাঠে অনুশীলন শুরু জুভেন্তাসের

করোনা উদ্বেগের মাঝে জুভেন্টাস তাদের অনুশীল কবে শুরু করবে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই মাঠের অনুশীলন নিয়ে জানানো হবে।

জুভেন্তাসের কতজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন

জুভেন্তাসের কতজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন

জুভেন্টাসের তিন ফুটবলার মাতুইদি, ড্যানিয়েল রুগানি এবং পাওলো দিবালা করোনায় আক্রান্ত হন। রুগানি এবং মাতুইদি সেরে উঠলেও দিবালা এখনও করোনা পজিটিভ।

নতুন করে করোনা পসিটিভ রোনাল্ডোর সতীর্থ

নতুন করে করোনা পসিটিভ রোনাল্ডোর সতীর্থ

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে যেন রক্ষা পাচ্ছেনই না আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডার ইতালিয় ক্লাব জুভেন্তাসে খেলা এই ফুটবলারের ৬ সপ্তাহ আগে প্রথমবার করোনা পজিটিভ ধরা পড়ে।গত মাসে করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠছিলেন দিবালা। সুস্থ হয়ে ওঠার তিন দিনের মাথায় দিবালা ও তাঁর বান্ধবী ফের করোনায় আক্রান্ত হন।গত ২১শে মার্চ প্রথমবার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন দিবালা।গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে। শেষবারও তাঁর করোনা পসিটিভ ধরা পড়েছে।

করোনা সংক্রমণে ইতালি এখন কোথায় দাঁড়িয়ে

করোনা সংক্রমণে ইতালি এখন কোথায় দাঁড়িয়ে

করোনা সংক্রমণে বিশ্বে ইতালি তৃতীয় স্থানে রয়েছে। ইতালিতে ২ লক্ষ ১০ হাজার মানুষ আক্রান্ত। যার মধ্যে ২৮ হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। সেদেশে এখনও ১ লক্ষের বেশি করোনা সংক্রমিতের চিকিৎসা চলছে।

চুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারেচুনী-পিকেকে হৃদয়ের মণিকোঠায় রেখে দিতে দুই কিংবদন্তির নামে শহরের কোথায় রাস্তার নামকরণ হতে পারে

English summary
Cristiano ronaldo enters 14 day quarantine after returning to Juventus after CoronaVirus crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X