For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ জয়ী মোহনবাগানের জন্য কী করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আই লিগ জয়ী মোহনবাগানের জন্য কী করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

আই লিগ জেতার জন্য মোহনবাগান ফুটবল ক্লাবকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর এর এক অনুষ্ঠানে এই সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা। দপ্তরের পক্ষ থেকে মোহনবাগান ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঐদিন বেলা ১০ টায় অনুষ্ঠান শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং লক্ষ্মীরতন শুক্লা।

দ্বিতীয়বার আই লিগ জয় মোহনবাগানের

দ্বিতীয়বার আই লিগ জয় মোহনবাগানের

উল্লেখ্য আই লিগের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ২০১৪-১৫ ফুটবল মরসুমে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। পাঁচ বছর পর এবার আই লিগের চার ম্যাচ বাকি থাকতে আইজল বধ করে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন ব্রিগেড।

পঞ্চমবার ভারত সেরা মোহনবাগান

পঞ্চমবার ভারত সেরা মোহনবাগান

জাতীয় লিগ ও আই লিগ ধরলে সব মিলিয়ে পাঁচ বার ভারত সেরা হল মোহনবাগান। আই লিগ শুরুর আগে মোহনবাগান ১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-০২ সালে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রসঙ্গত এর আগে ডেম্পো সবচেয়ে বেশি পাঁচবার ভারত সেরা হয়েছে। সেখানে মোহনবাগান দ্বিতীয়বার আই লিগ ট্রফি জিতে ভারতসেরা হয়ে ডেম্পোর পঞ্চমবার ভারতসেরা হওয়ার কীর্তিত্ব স্পর্শ করল।

আই লিগে করোনা থাবা

আই লিগে করোনা থাবা

চ্যাম্পিয়ন মোহনবাগানকে অবশ্য আই লিগের শেষ ডার্বি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে। রবিবার যুবভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচ রয়েছে। দেশজুড়ে করোনা থাবার কারণে এখন প্রতিটি টুর্নামেন্টই স্থগিত করা বা দর্শকশূন্য মাঠে খোলানোর কথা বলা হয়েছে। যারপর রবিবারের ডার্বি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে।

বাঙালির শেষ ডার্বি ম্যাচ

বাঙালির শেষ ডার্বি ম্যাচ

পরের মরসুমে 'এটিকে মোহনবাগান' নামে মোহনবাগান আইএসএল খেলতে চলায় রবিবারই শেষবার বাঙালির গর্বের ডার্বি ম্যাচ হতে চলেছে।যা দর্শকশূন্য স্টেডিয়ামে হতে চলেছে।

কেন দর্শকশূন্য ডার্বি

কেন দর্শকশূন্য ডার্বি

করোনার প্রকোপ বাড়তে খেলার মাঠে জমায়েত বন্ধ করার পক্ষে সরকার। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সব ধরনের সাবধানতা বাড়াতে তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের থেকে টু্র্নামেন্ট স্থগিত বা দর্শকশূন্য ম্যাচ আয়োজনের পক্ষে নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
I legaue: West Bengal Cm mamata banerjee to felicitate Mohun bagan for I league win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X