For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনাল হবে তাই আর উদ্বোধন নয়, কলকাতায় হচ্ছে না আইএসএলের উদ্বোধন

আইএসএলের উদ্বোধন হওয়ার কথা ছিল কলকাতায় কিন্তু ফাইনাল দেওয়া হচ্ছে বলে সেটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

গত মরশুমে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু হবে। বুঝলেন না , আসলে গত মরশুমের ফাইনালে যে দুটি দল মুখোমুখি হয়েছিল তারাই যুবভারতীতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। তাই প্রথম ম্যাচে সেই একবছর আগের ফাইনালের দুই প্রতিপক্ষ এটিকে ও কেরালা ব্লাস্টার্সকে দিয়েই শুরু হবে ম্যাচ। ৯ ফেব্রুয়ারি কলকাতায় হবে ফিরতি ম্যাচ।

ফাইনাল হবে তাই আর উদ্বোধন নয়, কলকাতায় হচ্ছে না আইএসএলের উদ্বোধন

আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফডিসিএল জানিয়েছে 'যুবভারতী স্টেডিয়ামে এত সাফল্যের সঙ্গে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করেছে তাই কলকাতাতেই ফাইনাল করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। '

ফাইনাল হবে তাই আর উদ্বোধন নয়, কলকাতায় হচ্ছে না আইএসএলের উদ্বোধন

ফলে চতুর্থ মরশুমের আইএসএলের ফাইনাল হবে কলকাতায় ১৭ মার্চ। ২০১৪ সালে আইএসএলের প্রথম মরশুমের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছিল পথ চলা। এবার তাই কলকাতাতে শেষ হবে গালা ইভেন্ট। আসলে বিশ্বকাপ ফাইনালে ৬৬ হাজার দর্শক মাঠে এসেছিলেন সেটাই লোভ দেখাচ্ছে আইএসএল আয়োজকদের। গত দু মরশুম কলকাতায় সল্টলেক স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজ চলায় ম্যাচ আয়োজন করা যায়নি । তাই এই মরশুমের ফাইনাল থেকে বড় অঙ্কের লাভ করতে চাইছে এফডিএসএল।

English summary
ISl opening match has been shifted all of a sudden from Kolkata to Kochi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X