For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এল ক্লাসিকো ম্যাচের আগে কোনও রকমে হার বাঁচাল রিয়াল মাদ্রিদ

১৯ ডিসেম্বর লা-লিগার এল ক্লাসিকো ম্যাচ। যার আগে ম্যাচ ড্র করে ধাক্কা খেলেছে বার্সোলোনা। পাল্টা রবিবার নিজেদের ম্যাচ জিতে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগের সামনে ছিল রিয়াল মাদ্রিদ।

  • |
Google Oneindia Bengali News

১৯ ডিসেম্বর লা-লিগার এল ক্লাসিকো ম্যাচ। লা-লিগায় সেই লড়াইয়ের আগের ম্যাচ ড্র করে ধাক্কা খেলেছে বার্সোলোনা। পাল্টা রবিবার নিজেদের ম্যাচ জিতে হাইভোল্টোজ ডুয়েলের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগের সামনে ছিল রিয়াল মাদ্রিদ। যে লড়াইয়ে কোনও রকমে হার বাঁচাল রিয়াল। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে করিম বেঞ্জেমার গোলে ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ঝলক

ম্যাচের প্রথমার্ধে দুই দল গোলের জন্য একাধিকবার ঝাঁপালেও বল জালে রাখতে পারেনি। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে গোল কার্লোস সোলারের। রিয়ালের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে কার্লোস গোল করে যান। এরপর নির্ধারিত সময়ে রিয়াল মাদ্রিদ আর সমতায় ফিরতে পারেনি। ইনজুরি টাইমে এরপর রিয়ালের হয়ে গোল করতে গোলকিপার কুর্তোয়াও প্রতিপক্ষের বক্সে উঠে আসে। শেষ পর্যন্ত ৯৫ মিনিটে ভ্যালেন্সিয়ার বক্সের জটলা থেকে জালে বল ঠেলে দিয়ে করিম বেঞ্জেমা দলকে সমতায় ফেরান। রেফারির শেষ বাঁশি বাজার মুহূর্তে ম্যাচ শেষ হয় ১-১ অবস্থায়।

এলক্লাসিকো ম্যাচের আগে দুই দলই শেষ ম্যাচ ড্র করল

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করে, বৃহস্পতিবার রাতের ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে এলক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে বার্সা রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে।

পয়েন্ট টেবিল

এলক্লাসিকো ম্যাচে নামার আগে দুই দলই ১৬ ম্যাচ করে খেলে ৩৫ পয়েন্ট তুলেছে।যদিও গোলপার্থক্যে এগিয়ে থাকায় রিয়ালের থেকে বার্সেলোনা এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে। দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

English summary
Karim Benzema helps last minute goal to draw for Real Madrid vs Valencia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X