For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রফির আরও কাছে রিয়াল মাদ্রিদ, ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ

ট্রফির আরও কাছে রিয়াল মাদ্রিদ, ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ

  • |
Google Oneindia Bengali News

লা-লিগা জয় থেকে আর মাত্র এক কদম দূরে রিয়াল মাদ্রিদ। টানা নয় ম্যাচ জিতে খেতাবের আরও কাছে পৌঁছে গেল জিদানের দল। লিগে এখনও রিয়ালের দুটি ম্যাচ বাকি রয়েছে। এই দুই ম্যাচের একটিতে জিতেলই চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল।

একনজরে লিগের পয়েন্ট টেবিল

একনজরে লিগের পয়েন্ট টেবিল

লিগের পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের পর বার্সেলোনা দ্বিতীয় স্থানে রয়েছে। ৩৬ ম্যাচের বার্সার সংগ্রহ এখন ৭৯ পয়েন্ট। সেখানে রিয়াল মাদ্রিদ ৩৬ ম্যাচ জিতে ৮৩ পয়েন্টে রয়েছে।

কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল মাদ্রিদ

কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল মাদ্রিদ

লিগে নিজেদের প্রত্যেকটা ম্যাচ জিতলে বার্সেলোনা ৮৫ পয়েন্টে পৌঁছবে। সেখানে রিয়াল মাদ্রিদ আর একটি ম্যাচ জিতলেই ৮৬ পয়েন্টে পৌঁছে লা-লিগা ট্রফি ঘরে তুলতে চলেছে।

গ্রানাডাকে হারাল রিয়াল

গ্রানাডাকে হারাল রিয়াল

সোমবার রাতে রিয়াল মাদ্রিদ, গ্রানাডাকে ২-১ গোলে হারাল। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পেতে রিয়ালকে অবশ্য বেশ ঘাম ঝড়াতে হল। খেলার ১৬ মিনিটের মধ্যেই দু গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমে গোল করেন ফরাসি ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। ৬ মিনিটের মধ্যেই রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুন করেন করিম বেঞ্জেমা।

দ্বিতীয়ার্ধে কষ্টার্জিত জয়

দ্বিতীয়ার্ধে কষ্টার্জিত জয়

দ্বিতীয়ার্ধে এরপর ব্যবধান কমিয়ে রিয়ালকে চাপে ফেলে দিয়েছিল গ্রানাডা।খেলার শেষদিকে গোললাইন সেভ করে রিয়াল অধিনায়ক র‍ামোস তিন পয়েন্ট ছিনিয়ে নেন। শেষপর্যন্ত ২-১ গোলের লিড ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল

ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল

বৃহস্পতিবার ঘরের মাঠে ভিয়া রিয়ালের বিরুদ্ধে জিতে লা লিগা খেতাব নিশ্চিত করে ফেলতে পারে রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে ২০১৬-১৭ মরশুমের পর ফের স্যান্তিয়াগো বার্নাব্যুতে লা-লিগা ট্রফি আসতে চলেছে।

সৌরভ বনাম ধোনি, প্রতিভা নির্বাচনে কাকে এগিয়ে রাখলেন গম্ভীরসৌরভ বনাম ধোনি, প্রতিভা নির্বাচনে কাকে এগিয়ে রাখলেন গম্ভীর

English summary
Real Madrid win over Granada, need one more win to have La Liga title
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X