For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগানের বিজয়রথ অব্যহত, চার্চিলকে গুঁড়িয়ে আই লিগ জয়ের পথে আরও এক ধাপ

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান। গোয়ার মাটিতে গিয়ে চার্চিল বধ করে আই লিগে জয়ের ধারা অব্যহত রাখল।

  • |
Google Oneindia Bengali News

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান। গোয়ার মাটিতে গিয়ে চার্চিল বধ করে আই লিগে জয়ের ধারা অব্যহত রাখার পাশাপাশি এক নম্বরে দৌড় শেষ করার ক্ষেত্রে বিরাট ব্যবধান তৈরি করে নিল সবুজ-মেরুন ব্রিগেড। চার্চিলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিল মোহনবাগান।

বিজয়রথ অব্যহত, চার্চিলকে গুঁড়িয়ে আই লিগ জয়ের পথে মোহনবাগান

শনিবার গোয়ার মাঠে নির্দিষ্ট লক্ষ্য নিয়েই খেলা শুরু করেছিল মোহনবাগান। পরিকল্পনা কষেই এগিয়েছে মেরিনার্সরা। চার্চিলের বিরুদ্ধে জিতলেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারা অনেকটাই এগিয়ে যাবে। তাই কোনওমতেই হারা যাবে না এই ম্যাচ। কিন্তপ খেলার সাত মিনিটের মাথায় গোল পেয়ে যায় মোহনবাগান। সঙ্গে লক্ষ্যে পৌঁছনোর দিশাও পেয়ে যায় তারা।

সাত মিনিটের মাথায় বাবা দিওয়ারার গোলে এগিয়ে যাওয়ার পর মাঠ জুড়ে শুধু মোহনবাগান। কিন্তু খেলা যত গড়িয়েছে চার্চিল পাল্টা চাপ সৃষ্টি করে গোল পরিশোধের চেষ্টা করেছে। কিছু আক্রমণ তৈরি হলেও গোলের দেখা পায়নি চার্চিল। প্রথমার্ধের প্রথম ২০ মিনিট যদি মোহনবাগাবের হয়, শেষ ২৫ মিনিট ছিল চার্চিলের।

দ্বিতীয়ার্ধেও খেলা শুরু করে চার্চিল আক্রমণ শানাতে থাকে। কিন্তু ৫০ মিনিটে মাথায় সুহেরের একক প্রচেষ্টায় গোলের পর আর মাতা তুলে দাঁড়াতে পারেনি চার্চিল ব্রাদার্স। ৫০ মিনিটের পর থেকে মাঠ জুড়ে শুধুই মোহনবাগান। এরই মধ্যে ৫৮ মিনিটে তুরসনভের গোল চার্চিলের কফিনে শেষ পেরেক পুতে দেয়।

মোহনবাগান এই ম্যাচ অন্তত সাত-আট গোলে জিততে পারত। ৫৮ মিনিটের পর থেখে যে সমস্ত সুযোগ হেলায় হারিয়েছে মোহনবাগান, তা অবিশ্বাস্য। মোহনবাগান চতুর্থ গোলের দেখা পায়নি ঠিকই, কিন্তু আই লিগে জযের গন্ধ পেয়ে গিয়েছে। ১৩ ম্যাচের পর তাদের পয়েন্ট ৩২, যা দ্বিতীয় স্থানাধিকারী মিনার্ভা পাঞ্জাবের থেকে ১১ পয়েন্ট বেশি।

মিনার্ভাও ১ ম্যাচ কেলে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে। আর তৃতীয় স্থানে চার্চিল ১২ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট। পরের ম্যাচ চার্চিল জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ২২। সমসংখ্যক ম্যাচে তখন মোহনবাগান-চার্চিলের পয়েন্টের ব্যবধান হবে ১০। সেক্ষেত্রে অনেকটাই অ্যাভান্টেজ পজিশনে মোহনবাগান।

আইলিগে মোহনবাগানের আর বাকি সাত ম্যাচ। তার মধ্যে চারটি জিততে পারলেই এবার আই লিগ চ্যাম্পিয়ন হবে কলকাতার গঙ্গাপারের এই ক্লাব। শতাব্দী প্রাচীন মোহনবাগান তাদের আই লিগের শেষ বছরে চ্যাম্পিয়ন হয়েই যাত্রা শেষ করবে। উল্লেখ্য, আগামী বছর মোহনবাগান আইএসএল খেলবে। এটিকের সঙ্গে মার্জ হয়েছে মোহনবাগান।

English summary
Mohun Bagan defeats Churchil Brothers and aheds on way to I league Champion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X