For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগান ক্লাবে আসতে চলেছে নতুন বিনিয়োগকারী

আজ পাহাড়ে আইজলের বিরুদ্ধে আই লিগ অভিযান শুরু মোহনবাগানের। তার আগে মোহনবাগান ক্লাবে বিনিয়োগকারী আসার সুখবর

  • |
Google Oneindia Bengali News

শনিবার আজ আইলিগের ঢাকে কাঠি। এদিন অ্যাওয়ে ম্যাচে পাহাড়ে আইজলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আই লিগ অভিযান শুরু করছে মোহনবাগান। পাহাড়ে সেই পরীক্ষায় নেমে পড়ার আগে ক্লাবের নতুন বিনিয়োগকারী আসার সুখবর।

মোহনবাগান ক্লাবে আসতে চলেছে নতুন বিনিয়োগকারী

মোহনবাগানের বিনিয়োগকারী হিসেবে সম্ভবত সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত তেল উৎপাদনকারী সংস্থা আরামকো আসতে চলেছে। সম্ভবত আই লিগের মাঝেই সামনের মাঝে স্পনসরের চূড়ান্ত নাম জানিয়ে দিতে পারে ক্লাব। চুক্তি না হওয়ায় ক্লাবের পক্ষ থেকে এখন অবশ্য় কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর ক্লাবের সঙ্গ সৌদির তেল উৎপাদনকারী সংস্থার কথাবার্তা অনেকটাই এগিয়েছে।

ব্লুমবার্গ নিউজের সমীক্ষায় এই সংস্থা পৃথিবীর অন্যতম বৃহৎ মুনাফাকারী কোম্পানি। সংস্থার আনুমানিক ভ্যালু ২ ট্রিলিয়ন ডলার। সম্প্রতি রিলায়েন্স গোষ্ঠীর ২০ শতাংশ শেয়ারও কিনেছে আরামকো।

প্রসঙ্গত মাঝের সময়ে মোহনবাগান ক্লাব অনেক সমস্যার মধ্যে গিয়ে গিয়েছে। একসময় ফুটবলারদের টাকা না মেটানোর নিয়ে ক্লাবের অন্দরে বিদ্রোহ শুরু হয়েছিল। পরে টুটু বসুর মধ্যস্থতায় ফুটবলাররা ঠিক সময়ে বেতন পেতে শুরু করেন।

এরপর ক্লাবর নির্বাচন পর্ব গিয়েছে। নির্বাসনে স্পনসর আনাই ছিল নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি। নির্বাচনের এক বছর পার হলেও ক্লাবে এখনও কোনও বিনিয়োগকারী আসেনি যা নিয়ে সমর্থকরা বিক্ষোভ করেছেন। পরের বছর মোহনবাগান ক্লাবের আইএসএলে খেলার সম্ভাবনা রয়েছে। তার আগে বিনিয়োগকারী স্পনসর সুনিশ্চিত করতে বদ্ধপরিকর মোহনবাগান।

English summary
mohunbagan sponser issue, Saudi Aramco Saudi Arabian Oil Company may join as sponsor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X