For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপক্ষকে পাঁচ গোল দিয়ে স্প্যানিশ লিগে দু'নম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে অনেক দিন পর ছন্দের রিয়াল মাদ্রিদ। বুধবার প্রতিপক্ষ লেগানেসকে ৫ গোল দিল রিয়াল। দুরন্ত এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ২ নম্বরে উঠে এল মাদ্রিদ জায়েন্ট।

  • |
Google Oneindia Bengali News

স্প্যানিশ লিগে অনেক দিন পর ছন্দে রিয়াল মাদ্রিদ। বুধবার প্রতিপক্ষ লেগানেসকে ৫ গোল দিল রিয়াল। দুরন্ত এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ২ নম্বরে উঠে এল মাদ্রিদ জায়েন্ট। যেকারণে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সোলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। ম্যাচে একটি গোল করা ছাড়া দুটি গোল করিয়েছেন বেঞ্জেমা।

বিপক্ষকে পাঁচ গোল দিয়ে স্প্যানিশ লিগে দুনম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ

ম্যাচের প্রথমার্ধে প্রথম দুটি গোলেই বেঞ্জেমার অবদান রয়েছে। ১৮ বছরের রড্রাইগোকে দিয়ে গোল করান বেঞ্জেমা। লম্বা ক্রস সংগ্রহ করে গোলকিপারের সামনে থাকা রড্রাইগোর কাছে বল ঠেলে দেন বেঞ্জেমা। সেখান থেকেই ৭ মিনিটে প্রথম গোল রিয়াল মাদ্রিদের।

এক মিনিটের ব্যবধানেই এরপর স্কোরলাইন ২-০ করে দেয় রিয়াল। ৮ মিনিটে এবার টনি ক্রুসকে দিয়ে গোল করান বেঞ্জেমা। প্রথমার্ধে লেগানেসের বিরুদ্ধে আরও একটি গোল চাপিয়ে দেয় মাদ্রিদ। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব়্যামোস।

দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে স্কোরলাইন ৫-০ করে দেয় মাদ্রিদ। এবার ৬৯ মিনিটে পোনাল্টিতে গোল বেঞ্জেমার। রিয়ালের হয়ে ৯১ মিনিটে লেগানেসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুকা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/PoEOvGgUPcA" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ম্যাচ জয়ের ফলে ১০ ম্যাচ শেষে ৬টি জয় ও ৩টি ড্রয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে দু'নম্বরে মাদ্রিদ। সমসংখ্যাক ম্যাচ খেলে ৭টি জয় ও ১টি ড্রয়ের ফলে ২২ পয়েন্ট বার্সার। মেসিদের থেকে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থেকে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

English summary
Real Madrid beat Leganes five-goals, reach 2nd in point table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X