For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিদান মাদ্রিদ ছাড়ায় এবার কোচের দৌড়ে এগিয়ে 'ঘরের ছেলে' রাউল


 জিনেদিন জিদান সরে যাওয়ার রাউলের উপরেই ভরসা করতে চলেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেই হাতের অনামিকায় জড়ানো আংটিতে চুম্বন করে রাউলের দৌড় এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে টাটকা রয়েছে। তিনি এককথায় ঘরের ছেলে। রিয়ালের কোচের পদ থেকে আচমকা জিনেদিন জিদান সরে যাওয়ার পর তাই তাঁর উপরেই ভরসা করতে চলেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

জিদান মাদ্রিদ ছাড়ায় এবার কোচের দৌড়ে এগিয়ে ঘরের ছেলে রাউল

ইউরোপ চ্যাম্পিয়ন দলের কোচের পদে রাউলকে আনতে প্রস্তাব দিতে চলেছেন কর্তারা। খেলোয়াড় থেকে কোচ বনে জিদান রিয়ালের হয়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। পরপর তিনটে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দিয়েছেন।

রাউল ১৯৯৪ সাল থেকে ২০১০ সালের মধ্যে রিয়ালের হয়ে ৫৫০টি ম্যাচ খেলেছেন। ১৬ বছর খেলে সবচেয়ে বেশি গোল করেছিলেন যা পরে রোনাল্ডো এসে ভেঙে দিয়েছেন। রিয়ালের হয়ে তিনটে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রাউল।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="fr" dir="ltr">Merci Zizou!!!🙏🏻 <a href="https://t.co/5RuyCDIIID">pic.twitter.com/5RuyCDIIID</a></p>— Raúl González Blanco (@RaulGonzalez) <a href="https://twitter.com/RaulGonzalez/status/1002270199331028992?ref_src=twsrc%5Etfw">May 31, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মে মাসেই ইউয়েফা এ লাইসেন্স কোচিং সার্টিফিকেট পেয়েছেন রাউল। দলের কোচ হতে রাউলের প্রয়োজন ইউয়ো প্রো ডিপ্লোমা যা পরের বছরই পেয়ে যাবেন তিনি। ফলে এখন ম্যানেজার হয়ে যোগ দিতে পারবেন।

এর আগে ২০১০ সালে মাদ্রিদের বস ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে মনোমালিন্যের জেরে রাউল এফসি শালকে দলে যোগ দেন। তবে সেই সম্পর্ক ফের জোড়া লেগেছে বলে খবর। এখন দেখার তিনি আদৌও রিয়ালের কোচ বা ম্যানেজার হতে পারেন কিনা।

English summary
Real Madrid could turn to Raul as Zidane replacement&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X