For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জৌলুসহীন ফুটবলে একটা গোলই আলাদা করল দুই দলকে

লুইস সুয়ারেজের গোলটাই শুধু পার্থক্য গড়ে দিল দুই দলের মধ্যে। এছাড়া দু’টি দলের কেউই নিজেদের ফুটবলের মধ্য দিয়ে খুশি করতে পারেনি ফুটবল প্রেমীদের।

Google Oneindia Bengali News

উরুগুয়ে বনাম সৌদি আরব ম্যাচের বিশ্লেষণ ঠিক মতো করা হলে এই দু'টি দলকে জার্সির রং ছাড়া আর কোনও ভাবেই আলাদা করা যাবে না গোটা ম্যাচে।

জৌলুসহীন ফুটবলে একটা গোলই আলাদা করল দুই দলকে

দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল উরুগুয়ে গ্রুপের অন্যতম দুর্বল দলের বিরুদ্ধে যে ফুটবলের নমুনা রাখল, তা যদি পরের ম্যাচগুলিতেও তারা বজায় রাখে তাহলে বিশ্বকাপে কপালে দুঃখ রয়েছে অস্কার তাবারেজের দলের।

অন্য দিকে, সৌদি আরব গত ম্যাচের তুলনায় এদিন অনেক সঙ্ঘবদ্ধ ফুটবলের নমুনা রাখে। কিন্তু স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে বড় দলগুলির বিরুদ্ধে কী ভাবে খেলতে হয়, তা এখনও অনেক শিখতে হবে সৌদি আরবকে। গোটা ম্যাচে অসংখ্য আক্রমণ তুলে আনলেও একটি আক্রমণ থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারল না এশিয়ার এই দলটি। সেটপিস মুভমেন্টেও বৈচিত্র দেখাতে ব্যর্থ তারা। ম্যাচটা দেখতে দেখতে একটা সময়ে মনে হচ্ছিল কী ভাবে আক্রমণে এসে গোল তুলে নিতে হয়, তার সহজপাঠ হয়তো কখনই কেউ শেখায়নি এই দলটিকে। রীতিমতো জৌলুসহীন এক ফুটবল উপহার দিল এই দুই দল।

এই ম্যাচের টার্নিং পয়েন্ট খুঁজতে গেলে আঁতোস কাঁচের তলায় একটি মুহূর্তই উঠে আসে। এবং তা সুয়ারেজের গোল। ওই গোলটাই এই ম্যাচে আলাদ করে দিল দুই দলকে। বাকিটা দুই দলই সমান। কেউই দৃষ্টি নন্দন ফুটবলের নিদর্শন রাখতে পারেননি এই ম্যাচে।

English summary
Only goal by luis suarez change the destiny of two teams. Otherwise both the teams failed to impress with their game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X