কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলস ফাইনালে ভারতের ঝুলিতে ২ পদক নিশ্চিত ছিল। কিন্তু, এই ২ পদকের মধ্যে কার ভাগ্যে সোনা, আর কার ভাগ্যে রূপো রয়েছে সে লড়াইটা বাকি ছিল। অবশেষে, এই ইভেন্টে সোনা নিশ্চিত করলেন সাইনা নেহওয়াল। হারালেন পিভি সিন্ধুকে। ভারতের দুই কন্যাই মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালের লড়াইটা শনিবারই নিশ্চিত করেছিলেন।
এদিন খেলার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। খেলার ফল ২১-১৮ এবং ২৩-২১।
The spectators cheer for their favourite shuttlers at Gold Coast with excitement and energy
— SAIMedia (@Media_SAI) April 15, 2018
Our Hon’ble Minister of Sports sh. @Ra_THORe is in the house to cheer for the players!
C’mon India!🇮🇳#IndiaAtCWG #CWG2018 #GC2018 #SAI pic.twitter.com/qd40laAL8K