For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার জন্য তহবিল সংগ্রহ - রাজধানীতে সচিন দেবেন পুস-আপ, দৌড়বেন হাজার হাজার ম্যারাথনার

পুলওয়ামার শহীদদের পরিবারদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে রবিবার (২4 ফেব্রুয়ারি) নয়াদিল্লি ম্যারাথনে হাজার হাজার দৌড়বিদদের সঙ্গে যোগ দেবেন সচিন তেন্ডুলকার।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার শহিদ পরিবারগুলির পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের উদ্যোগে সামিল কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। আগামী রবিবার আইবিবিআই উেডেরাল লাইফ ইনস্যুরেন্স নয়াদিল্লি ম্যারাথনে প্রতিটি দৌড় শুরু হওয়ার আগে ৫ থেকে ১০টি পুস-আপ দেবেন তিনি। #কিপমুভিং পুস-আপ চ্যালেঞ্জের অংশ হিসেবে তাঁর সঙ্গে যোগ দেবেন সেই দৌড়ের প্রতিযোগীরাও।

পুলওয়ামার জন্য, রাজধানীতে সচিন দেবেন পুস-আপ

নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে প্রতিটি দৌড় শুরু হবে। ম্যারাথনের আয়োজক আইডিবিআই ফেডেরাল সংস্থা জানিয়েছে প্রতি অংশগ্রহণকারী পিছু শহিদ পরিবারদের জন্য তহবিলে ১০০ টাকা করে দেওয়া হবে। ১৮ হাজারেরও বেশি প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের হিসেব অনুযায়ী ফুল ম্যারাথনে অংশ নেবেন ২০০ জনের মতো, আর হাফ ম্যারাথনে থাকবেন ৬০০০ জন প্রতিযোগী। সময় বাঁধা ১০ হাজার ও ৫ হাজার মিটারে যথাক্রমে ৫৫০০ ও ৪৫০০ জন প্রতিযোগী অংশ নেবেন হলে আশা করা হচ্ছে।

English summary
Sachin Tendulkar will join thousands of runners during the New Delhi Marathon on Sunday (24 Feb) to raise funds for the Pulwama martyrs' families.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X