For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোকের মধ্যেই পিএসএল-এ জমজমাট হই-হুল্লোর! প্রবল সমালোচনার মুখে পাকিস্তান বোর্ড

ক্রাইস্টচার্চের দুই মসজিদে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা সত্ত্বেও পাকিস্তান সুপার লিগ একটি নাচ-ডানে ভরা সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করল। এর ফলে প্রবল সমালোচনা হয়েছে।

Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদীদের গুলি বর্ষণে চলে গিয়েছে ৫০টি প্রাণ। আহত আরও অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন পাক নাগরিকও রয়েছেন। এর মধ্যেই জমজমাট নাচা-গানা হই-হুল্লোরের সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শেষ হল পিএসএল ২০১৯। শোকের সময়ে এই উৎসব করে প্রবল সমালোচনার মুখে পড়েছে পাক বোর্ড।

শোকের মধ্যেই পিএসএল-এ জমজমাট-হই হুল্লোর

রবিবার করাচিতে হয় পাকিস্তান সুপার লিগের ফাইনাল। পেশওয়ার জালমি দলকে পরাজিত তাদের প্রথম পিএসএল খেতাব জেতে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস। ম্যাচের পর দর্শকে ঠাসা গ্যালারির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এই নিয়েই উঠেছে আপত্তি। শোকের মধ্যে পাক বোর্ড কী করে ওই উৎসব করার সিদ্ধান্ত নিল, তাই নিয়েই উঠছে প্রশ্ন।

যদিও পিসিবি প্রধান এহসান মানির দাবি উৎসব শেষ পর্যন্ত হলেও তার জাঁক-জমক অনেকটাই কাটছাঁট করা হয়। ঘটনার জন্য ম্যাচের আগে শোক পালনও করা হয়। শান্তি ফেরানোর লক্ষ্যে পায়রা ওড়ানো হয়। আর নাচ-গান যা হয়েছে তাও পাকিস্তানের আইকনিক কিছু গান নিয়ে।

কিন্তু তাঁর এই সাফাইতে থামছে না সমালোচনা। অনেকেই বলছেন ভারতীয় বোর্ডের কথা। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর বিসিসিআই এই বছর আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ শহিদ পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

English summary
The PSL ended with a music-filled closing ceremony despite the recent terrorist attack on two mosques in Christchurch. This led to massive criticism. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X