For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

না খেলা মানে নিজেদের পায়েই গুলি মারা! সিওএ প্রধান স্পষ্ট করলেন পাকিস্তান নিয়ে তাঁর অবস্থান

রবিবার সিওএ প্রধান বিনোদ রাই বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ না খেলার বিরুদ্ধে মত প্রকাশ করলেন কিন্তু বললেন তাঁদের লক্ষ্য পাকিস্তানকে ক্রিকেট-খেলিয়ে দেশএর তালিকা থেকেই উৎখাত করা।

  • |
Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই তাঁর মতামত স্পষ্ট করলেন। সাফ জানালেন বিশ্বকাপের ওই ম্যাচ না খেলার অর্থ নিজেদের পায়েই গুলি মারা। বরং আরও একবার তিনি জানালেন বর্ণবিদ্বেষের জন্য যেরকম দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করেছিল ক্রীড়া সম্প্রদায়, পাকিস্তানের অবস্থা সেইরকমই করতে চান তিনি।

না খেলা মানে নিজেদের পায়েই গুলি মারা - সিওএ প্রধান

পুলওয়ামার ঘটনার পর ক্রিকেট মহলের একাংশ থেকে আগামী ১৬ জুন বিশ্বকাপে পাক ম্যাচ না খেলার দাবি উঠেছে। এতদিন এই নিয়ে বিসিসিআই-এর তরফে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত না জানানো হয়নি। রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাতকারে সিওএ প্রধান বিনোদ রাই ইঙ্গিত দিলেন বিশ্বকাপে সম্ভবত পাকিস্তান ম্যাচ খেলবে ভারত, কারণ এই ক্ষেত্রে বিশ্বকাপের নকআউটেও দুইদেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি ম্যাচের বয়কটের বদলে সিওএ যে আরও বড় চিত্রের কথা ভাবছে তা এইদিন জানিয়ে দিয়েছেন বিনোদ রাই। তিনি জানিয়েছেন পাকিস্তানকে ক্রিকেট খেলিয়ে দেশের তালিকা থেকেই উৎখাত করার কথা ভাবছেন তাঁরা। ইতিমধ্যেই পাকিস্তানের নাম না করে সন্ত্রাসকে মদত দেওয়া দেশের সঙ্গে সম্পর্ক ত্যাগের আহ্বান জানিয়ে আইসিসি-তে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ফলে দুবাইতে আইসিসির বৈঠকেও এই বিষয়টি আলোচনার জন্য় উঠতে বাধ্য। পাকিস্তানকে একঘরে করার প্রসঙ্গে রাই টেনেছেন দক্ষিণ আফ্রিকার উদাহরণ। দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র গায়ের রঙ কালো হওয়ার কারণে ক্রিকেটারদের দলে না সুযোগ দেযার ঘটনার পর ১৯৭০ থেকে ১৯৯১ - ২১ বছর ক্রিকেট বিশ্বে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ক্ষেত্রেও একই রকম কিছু করা হোক, এমনটাই তিনি চাইছেন বলে জানিয়েছেন বিনোদ রাই।

English summary
CoA chief Vinod Rai Sunday opined against not playing Pakistan in World Cup but said their aim is to ostracise Pakistan as a cricketing nation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X