For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বক্সিং রিংয়ে বিজেন্দরকে আহ্বান পাক বক্সারের, হুঙ্কার ছাড়লেন ভারতীয় বক্সারও

বিজেন্দরকে সরাসরি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খান। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

একের পর এক সাফল্যের ধাপ পেরিয়ে চলেছেন বিজেন্দর সিং। প্রো -বক্সিংয়ের ১০ টা-র মধ্যে ১০ টা লড়াইতেই বাজিমাত বিজেন্দরের। ঘানার প্রতিদ্বন্দ্বী আরনেস্ট আমুজু কে হারিয়ে বছর শেষেটা ভালোই করেছেন। এবার তাঁর সামনের বছরের লক্ষ্যও স্থির করে ফেলেছেন তিনি।

বক্সিং রিংয়ে বিজেন্দরকে আহ্বান পাক বক্সারের, হুঙ্কার ছাড়লেন ভারতীয় বক্সারও

[আরও পড়ুন:ফের সার্কিটে ফিরতে চলেছেন সেরেনা, ডিসেম্বরেই ফিরছেন কোর্টে ]

প্রো-বক্সিং ক্যারিয়ারে তাঁর রেকর্ড এখন ১০-এ ১০। অর্থাৎ, ১০ ম্যাচ খেলে ১০টাতেই জয়। দু'দিন আগেই হারিয়েছেন ঘানার প্রতিদ্বন্দ্বীকে। তবে, এইটুকুতে থেমে থাকতে রাজি নন। এবার ভারতীয় বক্সিং তারকা বিজেন্দ্র সিংয়ের লক্ষ্য কমনওয়েলথ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল।

ডাব্লু বিও ওরিয়েন্টাল এবং এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাব এখন বিজেন্দরের দখলে। কমনওয়েলথ সুপার মিডলওয়েটের লড়াই হবে গ্রেট ব্রিটেনের লুক ব্ল্যাকলেজের বিপক্ষে। কারণ এঁর দখলেই এখন এই খেতাব। অন্যদিকে ৩০ টি ম্যাচ খেলে ২৩টিতে জয়লাভ করেছেন এই ব্রিটিশ বক্সার।

বিজেন্দর বলেছেন, 'জয় দিয়ে বছর শেষ করতে পেরে ভালো লাগছে। আগামী বছর দুটি খেতাব জয় করতে চাই। কমনওয়েলথ ও ওয়ার্ল্ড টাইটেল।'

এদিকে এরই মধ্যে রিংয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খান। বিজেন্দরকে সরাসরি দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছেন তিনি। বক্সিং রিংয়ে যুদ্ধের প্রস্তাব উড়িয়ে দেননি তিনি। যদিও ওজনের বিচারে বিজেন্দর সামাণ্য বেশি। আমিরের ৭২ কেজি ওজন। বিজেন্দ্রর ৭৬.২ কেজি।

এদিকে এসব দূরে সরিয়ে রিংয়েও ভারত-পাক যুদ্ধ দেখা যেতেই পারে এমন সম্ভবনাও আরও হাওয়া দিয়েছেন ভারতের তারকা বক্সার নিজেই। তিনি বলেছেন, 'সময় শেষ কথা বলবে। দুটো খেতাব আছে বলে ওঁর গর্ব। আমার কাছেও দুটো বিশ্ব খেতাব আছে। আমাদের লড়া উচিত। আলাদ ওজনের বিভাগ হলেও লড়়াই হওয়া উচিত।' তিনি এর যুক্তি হিসেবে মেওয়েদার ও প্যাকিওর লড়াইয়ের উদাহরণ দিয়েছেন।

English summary
Vijendra Singh focuses on next year's target, and accepts challenge of Amir Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X