For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোট নিয়ে দেশের সঙ্গে প্রতারণা অলিম্পিয়ান বক্সারের! ক্রীড়া মন্ত্রকের তদন্তে ফাঁস মনোজের কুকীর্তি

ক্রীড়া মন্ত্রকের তদন্তে জানা গিয়েছে বক্সার মনোজ কুমার, সরকার এবং সাই-এর থেকে তাঁর চোট লুকিয়ে কমনওয়লথ গেমস এবং এশিয়াডে অংশ নিয়েছিলেন।
 

Google Oneindia Bengali News

দুইবার অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তদন্তে জানা গেল ২০১৬ সালে থেকে তিনি 'সাই' ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চোট গোপন করে গিয়েছেন। এভাবেই দেশের সঙ্গে প্রতারণা করে গত বছর পর পর কমনওয়েলথ গেমস এবং এশিয়াডে নামেন। ফলে অন্যান্য যোগ্য দাবিদাররা বঞ্চিত হন।

চোট নিয়ে দেশের সঙ্গে প্রতারণা অলিম্পিয়ান বক্সারের

এখনও এই বিষয়ে মন্ত্রক রিপোর্ট পেশ না করলেও মন্ত্রকের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে জানিয়েছে এর জন্য শাস্তি পেতে পারেন এই সিনিয় বক্সার।

এই বছরের শুরুতে মনোজ অভিযোগ করেছিলেন তাঁর হিম ইনজুরির চিকিৎসার জন্য সাড়ে ৫ লক্ষ টাকার সাহায্য দিচ্ছে না স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। এখই সঙ্গে তাঁকে টার্গেট অলিম্পিক পোডিয়াম ও জাতীয় শিবিরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর এই ঘটনার তদন্ত করতে গিয়ে মন্ত্রক তাঁর চোট সম্পর্কে বিশদে জানতে পারে।

তবে সবচেয়ে বিস্ময়ের তাঁর চোটের বিষয়ে জানত বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া। কিন্তু তারাও সব জেনেশুনেও ২ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁকে অংশ নিতে দিয়েছে। এমনকী এশিয়াডে রওনা দেওয়ার ৪দিন আগে তাঁর চোটের অবস্থা আরও খারাপ হয়েছিল। এই সময়কালে সাই তাঁর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার ৩৬ লক্ষ টাকা খরচ করেছে।

English summary
A sports ministry probe has concluded that boxer, Manoj Kumar competed in CWG and Asiad hiding his injury from government and the SAI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X