For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজ্ঞেশ হারতেই নিভল ভারতের আশা, কলকাতার ঘাসের কোর্টেও হারানো গেল না ইতালিকে

প্রজ্ঞেশ গুনেশ্বরন ১-৬, ৪-৬ গেমে আন্দ্রেয়া সেপ্পির কাছে পরাজিত হওয়ায়, ইতালি ডেভিস কাপ গ্রুপ কোয়ালিফায়ার্সে ভারতকে ৩-১ ফলে হারিয়ে মূল পর্বে উঠে গেল।

  • |
Google Oneindia Bengali News

শনিবার (২ ফেব্রুয়ারি) কলকাতার সাউথ ক্লাবে ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় প্রজ্ঞেশ গুনেশ্বরন ইতালির আন্দ্রেয়া সেপ্পির কাছে হারতেই মুখে ঢেকে বসে পড়লেন ভারতের নন-প্লেয়িং অধিনায়ক মহেশ ভূপতি। কারণ তাঁর হারের সঙ্গে সঙ্গেই ভারতের সব আশা শেষ হয়ে গেল। ইতালি ভারতকে ৩-১ ফলে হারিয়ে চলে গেল ডেভিস কাপের গ্রুপ কোয়ালিফায়ার্সের
ফাইনালে।

প্রজ্ঞেশ হারতেই নিভল ভারতের আশা

তার আগে অবশ্য ভারতের আশা টিকিয়ে রেখেছিলেন ডাবলস জুটি রোহন বোপান্না ও দিবীজ শরন। মাতেও বেরেত্তিনি ও সিমোনে বোলেলি জুটির বিরুদ্ধে এদিন প্রথম ম্যাচে তাঁরা ৪-৬, ৬-৩, ৬-৪ ফলে জিতেছিলেন। ফলে ফলাফল দাঁড়িয়েছিল ভারত ১ ইতালি ২। সেই সময় উজ্জীবিত হয়ে উঠেছিলেন মহেশও। কিন্তু তিনটি সিঙ্গলস ম্যাচই হেরে যাওয়ায় সব উচ্ছ্বাসে জল পড়ে যায়।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) প্রথম দুই সিঙ্গলস-এ ভারতের রামকুমার রমানাথন ও প্রজ্ঞেশ দুজনেই পরাজিত হয়েছিলেন। এদিন প্রজ্ঞেশ-এস ফিরতি সিঙ্গলস-এ হেরে যাওয়ায় সেখানেই ইতালি জিতে যায়। তাই রামকুমারের ফিরতি ম্যাচটি খেলার প্রয়োজন পড়েনি।

ইতালিয়রা সাধারণত হার্ড কোর্ট ও ক্লে কোর্ট খেলতে পছন্দ করে। কাজেই সব দিক বিবেচনা করেই কলকাতায় ঘাসের কোর্ট বেছে নিয়েছিল ভারত। কিন্তু তারপরেও সিঙ্গলস খেলোয়াড়দের দুর্বলতাই ডোবালো ভারতকে।

English summary
Prajnesh Gunneswaran lost 1-6, 4-6 to Andreas Seppi as Italy beat India 3-1 in Davis Cup Group Qualifiers to advance to the Finals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X