শুক্রবার (১ ফেব্রুয়ারি) ভারতের ডেভিস কাপের সূচনাটা মোটেই ভাল হল না। কলকাতার সাউথ ক্লাবে ইতালিয় প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রথম দিনই নিজ নিজ সিঙ্গলস ম্যাচে পরাজিত হলেন ভারতীয় টেনিস খেলোয়াড় রামকুমার রমানাথন ও প্রজ্ঞেশ গুনেশ্বরন ফলে প্রথম দিনের শেষে ইতালি এগিয়ে রইল ২-০ ফলে।
প্রথম ম্যাচে শুরুতে রামকুমার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে পরাজিত হতে হয় অভিজ্ঞ আন্দ্রেয়া সেপ্পি বিরুদ্ধেষ। অপর ম্যাচে অবশ্য ভারতের ১ নম্বর সিঙ্গলস খেলোয়াড় প্রজ্ঞেশ গুনেশ্বরনের বিরুদ্ধে ঘাসের কোর্টে আগাগোড়াই কর্তৃত্ব দেখালেন তরুণ ইতালিয় মাতেও বেরেত্তিনি।
Love and hugs all round for Team Italy.
— Davis Cup (@DavisCup) February 1, 2019
🇮🇹1️⃣🆚0️⃣🇮🇳#DavisCupQualifiers #INDITA pic.twitter.com/chF8zaWPOg
বিশ্বক্রমে ৩৭ নম্বরে থাকা সেপ্পি-র এদিন শুরুটা খুব একটা ভাল হয়নি। বড় সার্ভ করার দক্ষতার জন্য নাম রয়েছে রামকুমারের। এদিন সাউথ ক্লাবে তিনি মোট ৮টি এস-ও মারেন। কিন্তু তাঁকে ডোবায় তাঁর দুর্বল রিটার্ন। ফলে পর পর টি পয়েন্ট তুলে প্রথম সেটটি মিনিটে জিতে নেন সেপ্পি। বিশ্বক্রমে ১৩৩ নম্বরে থাকা রামকুমার দু-দুটি ব্রেক পয়েন্ট পেয়েও তার সুবিধা নিতে পারেননি।
আর দ্বিতীয় সেট শুরু হতে হতে নিজের খেলা ফিরে পেয়েছিলেন ইতালিয়ান। রামকুমারকে আর সুযোগ না দিয়ে, সব মিলিয়ে ১ ঘন্টা ১১ মিনিটে তিনি ম্যাচটি জিতে নেন ৬-৪, ৬-২ ফলে।
অপর দিকে ২২ বছরের বেরেত্তিনি, গুনেশ্বরনকে হারাতে সময় নেন মাত্র ৫৮ মিনিট। গুনেশ্বরন সাধ্যমতো চেষ্টা করলেও ইতালিয় তরুণের শক্তি ও উপস্থিত বুদ্ধির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হন তিনি। দুটি সেটেই একটি করে ব্রেক পয়েন্ট আদায় করেছিলেন ভারতীয় খেলোয়াড়। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। এই ম্য়াচের ফল হয় ৬-৪, ৬-৩।
শনিবার (২ ফেব্রুয়ারি) দুই পক্ষ প্রথমে গুরুত্বপূর্ণ ডাবলস ম্যাচে মুখোমুখি হবে। তারপর হবে ফিরতি দুই সিঙ্গলস ম্যাচ। এই দ্বৈরথ জিততে ইতালির আর একচটি জয় পেলেই হবে। ভারতকে এগোতে গেলে কিন্তু শনিবারের তিনটি ম্যাচেই জয় পেতে হবে।