For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জকোভিচকে টপকে ফের শীর্ষে নাদাল, বিস্তারিত জানতে পড়ুন

জকোভিচকে টপকে ফের শীর্ষে নাদাল, বিস্তারিত জানতে পড়ুন

  • |
Google Oneindia Bengali News

পঞ্চম বারের জন্য প্যারিস মাস্টার্স জেতা সত্ত্বেও নোভাক জকোভিচকে টপকে ফের বিশ্বের এক নম্বর টেনিস তারকা হলেন রাফায়েল নাদাল। সোমবার প্রকাশিত এটিপি ক্রম তালিকায় পয়েন্টের নিরিখে জোকাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন রাফা।

শীর্ষে নাদাল

শীর্ষে নাদাল

সোমবার প্রকাশিত এটিপি বিশ্ব ক্রম তালিকার এক নম্বর স্থানে অবস্থান করছেন স্পেনের লেজেন্ড রাফায়েল নাদাল। ৯৫৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে বসে রয়েছেন বাঁ-হাতি টেনিস তারকা।

পিছিয়ে জকোভিচ

পিছিয়ে জকোভিচ

গত রবিবার পঞ্চম বারের জন্য প্যারিস মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। তা সত্ত্বেও সোমবার প্রকাশিত এটিপি বিশ্ব ক্রম তালিকায় এক ধাপ নেমে গিয়েছেন সার্বিয়ান তারকা। ৮৯৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন জোকা। তৃতীয় স্থানে অবস্থান করা রজার ফেডেরারে পয়েন্ট ৬১৯০। এটিপি ক্রম তালিকায় এক ধাপ উঠে চতুর্থ স্থানে অবস্থান করা রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভের পয়েন্ট ৫৭০৫।

কবে নাদালের পতন

কবে নাদালের পতন

২০১৮ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিশ্বের এক নম্বর টেনিস তারকা ছিলেন রাফায়েল নাদাল। তারপর থেকে শেষ এক বছর নাদালকে টপকে এটিপি বিশ্ব ক্রম তালিকার এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হন জকোভিচ। গত মরশুমে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জেতেন রাফায়েল নাদাল। অন্যদিকে নোভাক জকোভিচের ঝুলিতে যায় অস্ট্রেলিয় ওপেন ও উইম্বলডন।

প্রথমবার শীর্ষে নাদাল

প্রথমবার শীর্ষে নাদাল

২০০৮ সালে মাত্র ২২ বছর বয়সে এটিপি বিশ্ব ক্রম তালিকায় প্রথমবার শীর্ষে পৌঁছেছিলেন রাফায়েল নাদাল। ষষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে ১৯৭ সপ্তাহ ওই স্থান ধরে রেখেছিলেন স্পেনের কিংবদন্তী। তাঁর আগে আছেন রজার ফেডেরার (৩১০ সপ্তাহ), পিট সাম্প্রাস (২৮৬ সপ্তাহ), নোভাক জকোভিচ (২৭৫ সপ্তাহ), এভান লেন্ডল (২৭০ সপ্তাহ) ও জিমি কোনার্স (২৬৮ সপ্তাহ)।

English summary
Rafael Nadal returns to number one in ATP ranking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X