For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ এপ্রিল : ১৫ বছর আগে ধোনিকে চিনেছিল বিশ্ব, রেকর্ড গড়েছিলেন ওয়া ভাতৃদ্বয়

৫ এপ্রিল : ১৫ বছর আগে ধোনিকে চিনেছিল বিশ্ব, রেকর্ড গড়েছিলেন ওয়া ভাতৃদ্বয়

  • |
Google Oneindia Bengali News

১৫ বছর আগে আজকেরই দিনে প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন ভারতীয় লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। একই দিনে একই সঙ্গে টেস্ট অভিষেক হওয়া দুই ভাই, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া ও মার্ক ওয়া নতুন নজির স্থাপন করছিলেন।

শুরুটা আহামরি নয়

শুরুটা আহামরি নয়

২০০৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরই গড়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২৩ বছরের মহেন্দ্র সিং ধোনির। সেই ম্যাচে শূণ্যতেই রান আউট হয়েছিলেন মাহি। এরপরের তিনটি ওয়ান ডে-তে যথাক্রমে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১২, ৭, ৩ রান করে আউট হওয়া ধোনির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে কাটাছেঁড়া শুরু হয়।

ভরসা রেখেছিলেন সৌরভ

ভরসা রেখেছিলেন সৌরভ

তবে জটিল পরিস্থিতিতে এমএস ধোনির পাশে দাঁড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৫ সালের ৫ এপ্রিল বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তে মাহিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়েছিলেন ২৩ বছরের উইকেটরক্ষক।

ধোনিকে চেনে বিশ্ব

ধোনিকে চেনে বিশ্ব

বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচের চতুর্থ ওভারে রান আউট হয়ে যান লেজেন্ড সচিন তেন্ডুলকর। এরপর বাইশ গজে নামা এমএস ধোনি, ১২৩ বলে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। সেদিনই প্রথম ধোনিকে চিনেছিল বিশ্ব। বাকিটা ইতিহাস।

ধোনিই সেরা

ধোনিই সেরা

ওয়ান ডে ক্রিকেটে ৫০.৫৭-র গড়ে ১০৭৭৩ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। ১০টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫০ ওভারের ক্রিকেটে ধোনির সর্বোচ্চ স্কোর ১৮৩। যা উইকেটরক্ষক হিসেবে এই ফর্ম্যাটে বিশ্বে সর্বোচ্চ।

ওয়া ভাতৃদ্বয়

ওয়া ভাতৃদ্বয়

১৯৯১ সালের ৫ এপ্রিল অস্ট্রেলিয়ার হয়ে একই সঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল দুই ভাই তথা লেজেন্ড স্টিভ ও মার্ক ওয়ার। বিশ্বে এমন ঘটনা ঘটেছিল প্রথমবার। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন ওয়া ভাতৃদ্বয়। বড় ভাই স্টিভকে বলা হয় অস্ট্রেলিয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। অন্যদিক মার্ক তাঁর দেশের অন্যতম সেরা ওপেনার।

English summary
15 years ago this day MS Dhoni scores first international century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X